ওয়ার্নার ব্রোজের ডিসকভারি সিইও ডেভিড জ্যাসলাভ একটি নতুন সার্ভিসের কথ🧸া ঘোষণা করলেন।⛦ এখানে থাকবে HBO Max এবং ডিসকভারি প্লাসের অরিজিন্যাল কনটেন্ট। এখানেই দেখানো হবে জেকে রাউলিংয়ের বইয়ের ভিত্তিতে একটি নতুন সিরিজ। বুধবার একটি প্রেজেন্টেশনের মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
এই সিরিজে উঠে আসবে তাঁর লেখা সাতটি বইয়ের বিভিন্ন গল্প যা তিনি ১৯৯৭ থেকে ২০০৭ এর মধ্যে লিখেছিলেন। এটি এক দশকের সিরিজ হতে চলেছে ▨যা একই রকমের উন্নতমানের কাজ, ভালোবাসা এবং য🃏ত্ন দিয়ে তৈরি করা হবে। একই সঙ্গে সিরিজের বিষয়ে জানা গিয়েছে এখানে একদম নতুন কাস্টিং দেখা যাবে। গত ২৫ বছর ধরে হ্যারি পটারের চরিত্ররা যেভাবে দর্শকদের মনে গেঁথে বসে আছে, সেটাকে নতুন প্রজন্মের কাছে একই ভাবে পৌঁছে দিতে সেই একই চেষ্টা করা হবে।
জানা গিয়েছে লেখক জেকে রাউলিং নিজে এই সিরিজেরꦬ এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করবেন। তাঁর সঙ্গে থাকবেন নীল ব্লেয়ার এবং রুথ কেনলি লেটস। এর আগে ২০০১ থেকে ২০১১ এর মধ্যে মধ্যে মুক্তি পাওয়া হ্যারি পটারের ছবিগুলোতে যিনি♕ এক্সিকিউটিভ প্রযোজক হিসেবে কাজ করেছেন সেই ডেভিড হেম্যানের সঙ্গেও কথা চলছে।
যবে থেকে এই টিভি সিরিজের কথা প্রকাশ্যে এসেছে তবে থেকে দর্শক সহ হ্যারি পটারের ভক্তদের থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলছে। হ্যারি পটারের বই, ছবি, থিয়েটার শো, ইত্য🅠াদি মিলিয়ে ওয়ার্ল্ড অব হ্যারি পটারের প্রায় ২৫ বিলিয়ন ডলার আছে। যদিও কিছুদিন আগে রাউলিং রূপান্তরকামীদের নিয়ে মন্ꦍতব্য করেছিলেন সেটা বিতর্কের সৃষ্টি করেছে।
জেকে রাউলিং এই সিরিজের প্রথম ফিচার ফিল্মের ২০ তম বর্ষপূর্তিতে অনুপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে এই ছবির কলাকুশলিরা সকল𝓀ে একসঙ্গে সময় কাটান 💟এবং একই সঙ্গে বই এবং এই চলচ্চিত্রের কথাকে স্মরণ করেন। অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ, এমা ওয়াটসন এবং রুপার্ট গ্রিন্ট ট্রান্সজেন্ডার ইস্যুতে রাউলিংয়ের মন্তব্যের বিরুদ্ধে কথা বলেন সেখানে, অন্যদিকে হেলেনা বনহ্যাম কার্টার এবং রাল্ফ ফিয়েনেস রাউলিংয়ের পক্ষে কথা বলেছেন।
HBO-এর পেরেন্ট কোম্পানি ওয়ার্নার ব্রোজ হ্যারি ꧅পটারের আটটি ছবির প্রযোজনা করেছিল। এবং রাউলিংয়ের সঙ্গে তাঁদের দারুণ সুসম্পর্ক ছিল। সেটা সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে।