বি🍨য়ে করলেন, পাকিস্তানের জনপ্রিয় 'পাসুরি' খ্যত গায়ক আলি শেঠি। গায়ক বিয়ে করেছেন তাঁর সহশিল্পী সলমন তূর-কে। জানা যাচ্ছে নিউ ইয়র্ক সিটিতে এক অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে এই বিয়ে সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত সলমন তূর হলেন পাকিস্তানি-আমেরিকান শিল্পী, দীর্ঘদিন ধরেই আলি শেঠির সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। তবে এবার তাঁদের বিয়ের খবরে নেটদুনিয়ায় শ🤡োরগোল পড়ে গিয়েছে।
যদিও দুই শিল্পীর কে𒉰উই অফিসিয়ালি এই বিয়ের খবর নিশ্চিত করেননি। তবে এখবর সত্যি হলেই এটাই হবে পাকিস্তানে প্রথম হাই-প্রোফাইল সমকামী বিয়ে। এই সমকামী প্রেম ও বিয়ের কথা নিয়ে দুই শিল্পীকে আক্রমণ করতে ছাড়েননি পাক নেটনাগরিকদের একাংশ। ইতিমধ্যেই টুইটারে ট্রেন্ডিং আলি শেঠি ও সলমন তূরꦕের বিয়ে। টুইটারে অনেকেই এই সমকামী বিয়ে নিয়ে আলি শেঠি ও সলমন তূরকে ট্রোল করতে ছাড়েননি। তবে আবার বহু মুক্তমনা পাকিস্তানি নেটনাগরিক তাঁদের শুভেচ্ছা জানাতেও ভোলেননি।
আরও পড়ুন-Exclusive Raj Chakraborty: রকি অউর রানি বাংলায় হলে চলত না, আমরা হিপোক্꧃রিট: রাজ
প্রসঙ্গত ২০২২ সালে নিজের যৌন পরিচয় ও সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন শিল্পী সলমন। দ্য নিউ ইয়র্কারকে বলেছিলেন যে তিনি তাঁর বাবা-মাকে বলার চেষ্টা করেছিলেন যে তিনি ১৫ বছর বয়সেই বুঝেছিলেন যে তিনি সমকামী তবে তাঁরা এটা মেনে নেননি। তবে তিনি এমন কাউকে পেয়েছেন, যাঁর সঙ্গে⛎ যৌনতা নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন।' এই একই সাক্ষাত্কারে আলি শেঠি জানান, ‘আমি জানতাম আমি এমন একজনকে পেয়েছি যার সঙ্গে আমি ভাল থাকতে চাই।’
প্রসঙ্গত, আলি শেঠির জনপ্রিয় গানগুলির মধ্যে রয়েছে ‘পসুরি’, ‘চাঁদনি রাত’, ‘চান কিথান’ এবং ‘দিল কি খায়ের’ অন্তর্ভুক্ত। তাঁর বোন, মীরা শেঠি, পাকিস্তানের একজন বিখ্যাত অভিনেত্রী। তিনি ‘ইয়ে দিল মেরা’ এবং ‘🐽কুছ আনকাহি’র মতো জনপ্রিয় শোতে অভিনয় করেছেন।