শ্যুটিং সেটে গুরুতর দুটি ঘোড়া। পশুর 🅺উপর নির্যাতনের অভিযোগ এনে থানায় FIR দায়ের করল PETA (People for the Ethical Treatment of Animalsha)। জানা যাচ্ছে, একটি ঘোড়ার হাড় ভেঙে গিয়েছে। অপর ঘোড়াটিও গুরুতরভাবে জখম। টেলিভিশনের অনুষ্ঠানে শ্যুটিং সেটে ঘোড়াগুলি আহত হওয়ার ভিডিয়ো ইতিমধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
জানা যাচ্ছে, প্রযোজনা সংস্থা সোবো ফিল্মস-এর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছে PܫETA ইন্ডিয়া। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে এক মহানায়ক : ডঃ বি আর আম্বেদকরের শ্যুটিংয়ের সময়। এই ঘটনায় পেটার তরফে মুম্বই পুꦚলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
টুইটারে PETA-র তরফে, ঘোড়াদুটির দুর্ঘটনাগ্রস্ত হওয়ার একটি ভিডিয়ো শেয়ার করে মুম্বই পুলিশের উদ্দেশ্যে লেখা হয়েছে, এই ঘটনায় PCA আইনের অধীনে ১১(১)(এ), ১১(১)(বি), ১১(১)(১), ২৬(বি), ৩৮৩) ধারায় অভিযোগ দায়েরের অনুরোধ করা হয়েছে। প𒀰াশাপাশি, ১৯৬০ এবং ২৮৯ এবং ৪২৯ ধারাতেও অভিযোগ দায়ের করার অনুরোধ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। দুর্ঘটনার কারণে ঘোড়াগ൩ুলির অস্ত্রোপচারের প্রয়োজন হলে পেটা পাশে আছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন-বন্যা বিধ্বস্ত পঞ্জাব, এক কোমর জলে নেম🧸ে খাবার, ওষুধ বিতরণ করলেন 'এক থা টাইগার' অভিনেতা
আরও পড়ুন-: মা পরের বাড়ি কাজ করত♏েন, একদিন খিদের জ্বালায় ডাস্টবিনের খাবার তুলেও খেয়েছি, অকপট ভারতী