হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৪-এ অংশ নিয়েছিলেন বলিউডের দুই সুপারস্টার তারকা অক্ষয় কুমার ও অজয় দেবগণ। সম্প্রতি মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত 'সিংঘম এগেইন' ছবিটি। যার অংশ অক্ষয় কুমারও। সিংঘম এগেইনের সঙ্গে মুক্তি পেয়েছে ভুল ভুলাইয়া থ্রি। বক্স অফিসে সফল এই দুই ছবিই দুটো হিট ফ্রাঞ্চাইসির তিন নম্বর ছবি। আরও পড়ুন-পরিচালনায় অজয়, অভিনয়ে অক্ষয় কুমার! HTLS 2024-এ ধামাকা খবর 💝দিলেন দুই তারকা
আজকাল কি বলিউড নতুন কোনও গল্প খুঁজে পাচ্ছে না, যে সুপারহিট ছবির সিকুয়েল, প্রিকুয়েল নিয়ে হাজির হচ্ছে? হিন্দুস্তান টাইমসের বিনোদন ও লাইফস্টাইলে চিফ ম্যানেজিং এডিটর সোনাল কালরার প্রশ্নবাণের মুখোমুখি হয়ে কী জবাব দিলেন দুজনে? হিন্দি সিনেমায় সিক্যুয়েল নির্মাণে কেন বেশি জোর দেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তরে অক্ষয় কুমার বলেন𝔍, দর্শক চায় বলেই এমনটা হচ্ছে।
অক্ষয় কুমার বলেন, ‘আমরা মৌলিক গল্প করছি, তবে দর্শক সিকুয়েল পছন্দ করছেন। আমি খ🌠েল খেলমে তৈরি করেছি। কেউ কেউ হয়ত খেলেও ফেলেছে। ছবিটা থিয়েটারে একদম চলেনি, কিন্তু ওটিটিতে চলেছে। দর্শকরা দেখতে চাইছে হিট ছবির পর সেই চরিত্রদের নিয়ে ২ নম্বর ৩ নম্বর ছবি তৈরি হচ্ছে। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।’
সিকুয়েল নিয়ে কী বললেন অজয় দেবগন?
এই প্রশ্নের উত্তরে অজয় দেবগন বলেন, 'আমার মনে হয় ওটিটি কালচারের কারণে দর্শক অনেক সিলেক্টিভ হয়ে গেছে। আমি নিজে যখন ওটিটিতে কিছু দেখি, তখন নতুন কিছু হলে অনেক সময় নিয়ে ফেলি কোন ছবি দেখব সেই সিদ্ধান্ত নিতে। এবং যদি আমি কিছু দেখি, আমি চরিত্রগুলি সম্পর্কে জানি এবং আমার অভিজ্ঞতা ভাল হয়েছে, আমি চাইব আগে সেটি 𒈔দেখতে দিন, কারণ তখন আমি জানতে পারব যে আমি কী দেখতে যাচ্ছি। চলচ্চিত্রের ক্ষেত্রেও এমনটা হয়েছে। দর্শক খুব সিলেক্টিভ হয়ে গেছে। নতুন কোনো সিনেমা হলে সেটা দেখবেন কি দেখবেন না তা ঠিক করতে অনেক সময় লেগে যায়, কিন্তু সিকুয়েল এলে তারা জানে তাদের সেই ছবি দেখবার অভিজ্ঞতা ভালো ছিল। তারা চরিত্রগুলো জানে, গল্প জানে। তাই তারা সিকুয়েল দেখতে পছন্দ করে। অজয় বলেন, এটা শুধু ভারতেই ঘটছে না, হলিউডের ছবিতেও এমন ঘটনা ঘটছে, কারণ দর্শকদের পছন্দের ধরন বদলে গেছে। অজয় মনে করান, নতুন শতাব্দীর পর থেকে হলিউডেও যে সব ছবি সফল হয়েছে সেগুলো মূলত কিন্তু ফ্রাঞ্চাইসি ছবি।