ইমন চক্রবর্তী কখনও রবীন্দ্র সঙ্গীত কখনও লোকগান গেয়ে শ্রোতাদের মন ভরিয়েছেন। তাঁর গাওয়া বিভিন্ন সিনামার গানও দারুণ হিট করেছে। তবে কেবল গান নয়, তাঁর স্পষ্টবাদী স্বভাব, হাসি মজাও বারংবার তাঁর অনুরাগীদের নজর কেড়েছে। এবার এসব বাদ দিয়েও আরও একটি জিনিসের মাধ্যমে সকলের ম꧂ন আরও একবার জয় করতে প্রস্তুত গায়িকা। কী? কবিতা পাঠ। হ্যাঁ, এবার তিনি গানের পাশাপাশি কবিতা পাঠও করবেন।
ইমনের কবিতা পাঠ
ইমন চক্রবর্তী একে একেജ তাঁর ভালো লাগাগুলোকে পূরণ করতে চাইছেন। আর তারই অন্যতম হল কবিতা পাঠ। গায়িকা আগামী ৯ জুন তাঁর আসন্ন শোতে গানের পাশাপাশি কবিতা পাঠ করবেন। আর এই শোটি অর্থাৎ হᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিয়ার মাঝে অনুষ্ঠিত হবে মহাজাতি সদনে। তবে এদিন ইমন একা কবিতা পাঠ করবেন না। তাঁর সঙ্গে থাকবেন শৌভিক ভট্টাচার্যও।
জানা গিয়েছে এদিন ইমন চক্রবর্তী রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি বিভিন্ন বাংলা ছবির গানও পারফর্ম করবেন। সঙ্গে থাকবে কবিতা পাঠও। অন্যদিকে শৌভিক শোনাবেন রবীন্দ্রনাথ ঠাকুর, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়দের কবিতা। এদিন তাঁদের সঙ্গে এই অনুষ্ঠানে হাজির থাকবেন একাধিক বিশিষ্ট ব্য🍸ক্তিরাও। এঁদের মধ্যে আছেন দেবজ্যোতি মিশ্র, ক্যাকটাসের সিধু, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, প্রমুখ।
আরও পড়ুন: 'এই ধরনের হা🐟মলার চরম নিন্দা করছি', রবিনাকে হেনস্থা করার ঘটনায় অভিনেত্রীকে সমর্থন কঙ্গনার
এই অনুষ্ঠান প্রসঙ্গে কী জানিয়েছেন ইমন?
ইমন চক্রবর্তী হিয়ার মাঝে শোয়ের বিষয়ে জানিয়েছেন, 'কবিতা শুনি, বেশ ভালো লাগে। নিজের মতো হয়তো ꦗনিজের পরিসরে কবিতা পাঠ করেছি। মঞ্চে করিনি। ভাবছি সেদিন নিজের কিছু লেখা, রবীন্দ্রনাথের কিছু লেখা থেকে পাঠ করব। গান𒀰 তো গাইবই। আমার মাঝে মধ্যেই একটু নতুন কিছু করতে ভালো লাগে। এতে একটু স্বাদ বদল হয়।'