বিশ্বের দরবারে ভারতবাসীর মুখ উজ্জ্বল করেছে ‘নাটু নাটু’। চলতি সপ্তাহের শুরুতেই ৯৫তম অস্কার🦂ের মঞ্চে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে ‘আরআরআর’ ছবির এই গান। গোটা বিশ্ব নাচছে ‘নাটু নাটু’র তালে। এবার দুনিয়া কাঁপানো এই গানের তালে নাচতে দেখা গেল বিরাট কোহলিকে। তাও আবার ক্রিকেট মাঠে! শুক্রবার অস্ট🔴্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলছে ভারত।
এ✅দিন শুরুতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় টিম ইন্ডিয়া। স্লিপে ফিল্ডিং কাটছিলেন বিরাট। আচমকাই ‘নাটু📖 নাটু’র হুক স্টেপ করতে দেখা গেল বিরাটকে। তবে এই প্রথম নয়, মাঝেমধ্যেই ক্রিকেট মাঠে নাচতে দেখ যায় বিরাটকে। আসলে ফাঁক পেলেই দর্শকদের মনোরঞ্জনের রসদ জোগাতে ভালোবাসেন বিশ্ব ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৭৫-টি শতরানে পৌঁছানো বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও রবীন্দ্র জাদেজার সঙ্গে ‘পাঠান’ ছবির ‘🔜ঝুমে জো পাঠান’ গানে নাচতে দেখা গিয়েছিলেন বিরাটকে। তবে সেবার স্টেডিয়ামে গান বাজছিল। এবার তেমন ঘটনাও ঘটেনি। বি😼রাট হঠাৎ করেই ‘নাটু নাটু’র স্টেপ করতে শুরু করেন। বোঝাই যাচ্ছে ‘আরআরআর’ জ্বরে এখনও কাবু বিরাট।
এদিন নাচের তালে স্টেডিয়াম মাতালেও ব্য়াট থেকে রান এল না কোহলির। মাত্র ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। কোহলিও ৯ বলে মাত্র ৪ রান করে সাজঘর🏅ে ফেরেন। তিন ম্যাচের একদিবসীয় সিরিজে প্রথম ম্যাচে কোহলির ব্যাট থেকে রান না আসায় আপতত বিশাখাপত্তনম এবং চেন্নাইয়ের দিকে তাকিয়ে বিরাট ভক্তরা। ১৯ ও ২২শে মার্চ দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ খেলবে ভারত-অস্ট্রেলিয়া। বিরাটের নাচের ভিডিয়ো টুইটারে শেয়ার করে নেয় টিম ‘আরআরআর’।
প্রসঙ্গত, রাজামৌলি পরিচালিত RRR ছবিটি গোটা বিশ্বের দরবারেই সমাদৃত হয়েছে। বক্স অফিসে ১০০০ কোটির গণ্ডি পার করা এই ছবির ‘নাটু নাটু’ গান প্রথম থ🐭েকেই চর্চায় থেকে। এটাই প্রথম ভারতীয় প্রযোজনায় তৈরি গান যা অস্কার সম্মানে ভূষিত হল। ‘RRR’-এ লিড রোলে দেখা মিলেছে রাম চরণ এবং জুনিয়র এনটিআরের।