ইন্ডিয়ান আইডল ১৪ এর মঞ্চে এখꦬন চলছে সুখবিন্দর সিং বিশেষ পর্ব। সেখানে প্রতিযোগীরা এক এক করে পারফর্ম করছেন এই গায়কের গাওয়া নানা গান। সুরের সুলতানকে উৎসর্গ করে এদ🐠িন ছাইয়া ছাইয়া গানটি গেয়ে শোনান বাংলার শুভদীপ যা শুনে রীতিমত ছিটকে যান সকলে। কুমার শানু জানান তাঁর এবং রহমানের সমস্যার কথা।
ইন্ডিয়ান আইডলে শুভদীপের গলায় ছাইয়া ছাইয়া
এদিন ইন্ডিয়ান আইডল ১৪ এর মঞ্চে সুখবিন্দর সিং বিশেষ পর্বে শুভদীপ দাস ছাইয়া ছাইয়া গানটি গেয়ে শোনান সকলকে। শুধু গানটি যে গেয়েছেন সেটাই নয় একই সঙ্গে তিনি তাতে যে সরগমের কাজ দেখিয়েছেন, যে ভেরিয়েশন এনেছেন সেটা শুনে রীতিমত ছিটকে গিয়েছেন বিচারকরা। শ্রেয়া ঘোষাল তো আনন্দে হাততালি দিয়ে ওঠেন🦋। তারিফ করেন গান শুনতে শুনতেই। বাদ যাননি কুমার শানু বা বিশাল দাদলানি।
আরও পড়ুন: 'আমি একজন মেয়ে হয়ে...' বিবাহ⛦িত সত্যজিৎকে ভালোবেসেছিলেন মাধবী! তবুও কেন দূরে গিয়েছিলেন 'চারুলতা'?
আরও পড়ুন: 'সবটাই নাটক', ইন্ডিয়ান আইডলে প্রতিযোগীর জুতো হাতে তুলে🎀 দিলেন সুখবিন্দর সিং! কী বলছে ক্ষুব্ধ দর্শকরা?
এদিন শুভদীপের গান শেষ হলে সুখবিন্দর সিং বলেন, 'আজ থেকে এটা কেবল সুখবিন্দর সিংয়ের গান নয়। এটা তোমারও গান। রহমান সাহেব দারুণ ভাবে তৈরি ক🔴রেছিলেন গানটি।'
ইন্ডিয়ান আইডল ১৪ তে শানুর স্মৃতিচারণ
এ🅠দিন🍷 ইন্ডিয়ান আইডল ১৪ এর মঞ্চে এআর রহমানের কথা ওঠায় নস্টালজিক হয়ে পড়েন কুমার শানু। তিনি স্মৃতি হাতড়ে বলেন, 'তোমাদের একটা জিনিস জানা নেই, আমি বলছি সেটা। রোজা গানটি যখন তৈরি হয় তখন রহমান সাহেব আমাকে আর অলকাকে ফোন করেছিল এই ছবির সব গান গাওয়ার জন্য। কিন্তু তখন আমাদের মতিভ্রম হয়েছিল। কিন্তু আমরা ওকে বলেছিলাম আমরা এত বিজি আপনাকে বম্বে এসে তাহলে এই গান রেকর্ড করতে হবে।'
তারপর তিনি ভুল স্বীকার করে বলেন, 'ওটা একটা খুব বড় ভুল ছিল। বড় মিস করেছিলাম। পরে অন্য কাউকে দিয়ে গাওয়ানো হয়। তারপর গানটি রিলিজ হয়, তখন শুনি জানতে পারি। কিন্তু ওই সময় ওটা ভুল করেছিলাম। আফসোসও। ওটার পর থেকে রহমান সাহেব আর আমাদের ক🔯খনও ডাকেননি।'
ইন্ডিয়ান আইডল ১৪
সোনি টিভিতে প্রতি শনি এবং রবিবার করে সম্প্রচারিত হয় ইন্ডিয়ান আইডল ১৪। রাত আটটা থেকে দেখা যায় এই শো। এবারে বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি। তাঁদেরও শুটিংয়ের ফাঁকে ফাঁকে 🗹মাঝে মধ্যেই মজা করতে দেখা যায়। তাঁরা সেই মজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ไটও করে থাকেন। এবারে এই শোয়ের সঞ্চালনা করছেন হুসেন কুয়াজেরওয়ালা।