ইন্ডিয়ান আইডলের মঞ্চে আসতে চলেছেন পরিচালক সুভাষ ঘাই। আর দিয়ে পর্বের একাধিক ক্লিপ এদিন চ্যানেল কর্তৃপক্ষের ত🅰রফে প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে যে নেপোটিজম নিয়ে কটাক্ষ করা হয়েছে আদিত্য নারায়ণকে। কিন্তু সেটার জবাব তিনি এদিন মঞ্চে দিয়ে দেন গানের মাধ্যমে।
আরও পড়ুন: সফ🐽র শুরুর আগেই মিত্তির🐷 বাড়িতে হানা প্রসেনজিতের! আদৃত পারিজাতকে দিলেন কোন টিপস?
কী ঘটেছে?
এদিন ম🥂ানসী ঘোষ মঞ্চে পারফর্ম করতে উঠে সুভাষ ঘাইয়ের উদ্দেশ্যে বলেন, 'আপনার কি মনে হয়, সত্যিই নেপোটিজম আছে?’ আর এতেই সঞ্চালক আদিত্য বলে ওঠেন, ‘এক সেকেন্ড। আমি আগে স্টেজ থেকে চলে যাই।' জবাবে পরিচালক বলেন, 'আপনি নিজেই দেখুন না, নেপোটিজমওয়ালা চলে গেছে। আর এরা যারা নেপোটিজম ছাড়া শিল্পী হয়েছে (বিশাল দাদলানি ও বাদশাকে দেখিয়ে) তারা রয়ে গিয়েছে।’
এরপরই মিশমি বসু পারফর্ম করতে ওঠেন। তিনি তাল ছবির টাইটেল ট্র্যাক গেয়ে তাক লাগিয়ে দেন। তখন তাঁর প্রশংসা করার পাশাপাশি পরিচালক জানান এই গানটির আসল পুরুষ কণ্ঠ আদিত্যর। তখন সকলের অনুরোধে গানটি গেয়ে শোনান। সেটা শুনে মুগ্ধ হয়ে যান সকলে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন বিশাল, বাদশারা। তারপরই বিশালকে বলতে শোনা যায়, 'আপনি স্ব🍸েচ্ছায়, ভালোবেসে ওটা করো (সঞ্চালনা)। আপনার তো আসলে এখানে থাকার কথা (বিচারকের আসনে)।'
সুভাষ ঘাই নাচ শেখালেন
এদিন এক প্রতিযোগী সুভাষ ঘাইকে অনুরোধ করেন চোলিকে পিছে কেয়া হ্যায় গানটিতে কীভাবে নাচ করতে হবে সেটা শেখাতে। তখন তিনি সবাইকে 🍃ওড়না দিতে বলেন এবং বিচারকের আসনে বসে নাচ শেখান। সেই কাণ্ড দেখে হেসে গড়িয়ে পড়েন সকলেই।
আরও পড়ুন: হুমায়ূন আহমেদের গল্প থেকে ছবি! মানসমুকুলের আগামী ছবিতে মুখ্য 🦂ভূমিকায় মিঠুন, নায়িকার চরিত্রে কে?
ইন্ডিয়ান আইডল ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা য💟াচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষ🅷াল, বাদশা এবং বিশাল দাদলানি।