সময়ের চাকা ঘুরিয়ে পিছিয়ে যেতে হবে ১০ বছর। ২০১২ সালে 'ইন্ডিয়া'স গট ট্যালেন্ট'-এর মঞ্চে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিল বাংলার গর্ব সোনালি মজুমদার ও সুমন্থ। ‘ব্যাড সালসা’ ডান্স গ্রুপের এই দুই তরুণ তুর্কী এরপর বিশ্বের বহু রিয়ালিটি শো-তে নিজেদের ট্যালেন্টের দম দেখিয়েছে। ২০২০ সালে ‘আমেরিকাস গট ট্যালেন্ট’-এর ফাইনালিস্ট ছিল তাঁরা। আর এবার নয়া প্রজন্মকে পথ দেখাচ্ছে তাঁরা। ইন্ডিয়া'স গট ট্যালেন্টের চলতি সিজনে অংশ নিচ্ছে ‘ব্যাড সালসা’ ডান্স গ্রুপের আরও দুই সদস্য। তাঁদের সঙ্গেই পরিচয় করিয়ে দিলেন সিজন চারের বিজয়ী জুটি। বাংলার দুই প্রতিভাবান ডান্সার বিভাস সর্দার আর সৃজা নাগের ল্যাটিন আমেরিকান ডান্স ফর্মে মন্ত্রমুগ্ধ বিচারকরা। সৃজা-বিভাসের নাচ দেখে এক কথায় হাঁ শিল্পা শেট্টি, বাদশা, কিরণ খেররা। সোনালি-সুমন্থের চেয়ে কোনও অংশ কম যায় না বিভাস-সৃজা। যাবে বলে সোয়ানে সোয়ানে টক্কর। একের পর এক ডেডলি লিফটস, আর অনায়াস স্পিনে বিচারক-দর্শকদের মন জিতে নিল তাঁরা। সৃজা-বিভাসের খতরনাক নাচ দেখে তো চিত্কার করে উঠেন শিল্পা। পারফরম্যান্স শেষে সকলেই উঠে দাঁড়িয়ে করতালিতে ভরিয়ে দেন এই ডান্স জুটিকে। সবার মুখেই একটাই রব ‘হে ভগবান… এটা কী দেখলাম’। কিরণ খেরের কথায়, 'তোমরা দুজনেই একদম পারফেক্ট'। শিল্পা তো বলেই ফেললেন, ‘আমার শক লেগে গেছে… তোমরা লাতিন আমেরিকান নাচকে লাতিন ইন্ডিয়ান বানিয়ে ফেলেছো’। বাদশার কথায়, ‘চোখের সামনে কী দেখলাম তা বুঝে উঠতে পারছি না’। পারফরম্যান্স শেষে সকলেই উঠে দাঁড়িয়ে করতালিতে ভরিয়ে দেন এই ডান্স জুটিকে। সবার মুখেই একটাই রব ‘হে ভগবান… এটা কী দেখলাম’। কিরণ খেরের কথায়, 'তোমরা দুজনেই একদম পারফেক্ট'। শিল্পা তো বলেই ফেললেন, ‘আমার শক লেগে গেছে… তোমরা লাতিন আমেরিকান নাচকে লাতিন ইন্ডিয়ান বানিয়ে ফেলেছো’। বাদশার কথায়, ‘চোখের সামনে কী দেখলাম তা বুঝে উঠতে পারছি না’। |#+|এদিন কিরণ খেরের অনুরোধে একসঙ্গে মঞ্চে নাচতে দেখা গেল সোনালি-সুমন্থ এবং ব্যাড সালসার নয়া প্রজন্ম বিভাস ও সৃজাকে। জুগনু গানে মঞ্চ কাঁপালো তাঁরা।