আজ অমর একুশে নিজের ম♋তো করে প্রাণ ঢাললেন রণিতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা নিয়ে গর্বের গানে মিঠে সুর ঢাললেন গায়িকা। ১৯৫২ সালের এই ২১ ফেব্রুয়ারির এই দিনটিতেই রক্ত ঝড়িয়েছিলেন বাংলার মানুষ। মায়ের থেকে পাওয়া মাতৃভাষা বাংলাকে তার ✃পর্যাপ্ত স্থান দেওয়ার লড়াই ছিল এটি। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ দিয়ে শহিদ হয়েছিলেন বহু যুবক। তাঁদের স্মরণেই ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে। আর এবার এই দিনটিকে নিজের প্রতিভা দিয়েই স্মরণ করেছেন রণিতা।
খাতায় কলমে আলাদা হলেন জিতু নবনীতা, ডিভোর্স পে♈তেই পর্দার সত্যজিৎ লিখলেন, 'আমি বেশ্যা, ব✅জ্জাত'
রণিতা বন্দ্যোপাধ্যায়, সা রে গা মা পা এবং ইন্ডিয়ান আইডল খ্যাত গায়িকা। যাঁর গানে ফ্যানেদের মনে আনন্দের পরশ আসে, আজ আরও একবার তাঁর গানেই মন রেঙেছে বাংলার। আজ, মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের প্রাক্কালে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে রণিতার বিশেষ মিউজিক ভিডিও 'ভাবি শুধু বাংলায়'। গানটি গেয়েছেন রণিতা। লিখেছেন গীতিকার হরিপ্𝐆রসাদ দে। গানে সুর ঢেলেছেন উদয় বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইকস্টেজে পিএমভি মিউজিকের চ্যানেল থেকে লঞ্চ করা হয়েছে 'ভাবি শুধু বাংলায়' বাংলায় গানটি।
রকুল-জ্যাকির সঙ্গীত অনুষ্ঠানে ফাটিয়ে নাচলেন রাজ-শিল্পা! ঝড়ে🐈র বেগে ভাইরাল ভিডিয়ো
উল্লেখ্য, মাতৃভাষা আন্দোলনের আস্ত ইতিহাসটা সুরে সুরে বর্ণনা করেছে গানটি। বাংলার ভাষা আন্দোলনের উজ্জ্বল ইতিহাস ছাড়াও বাংলা সাহিত্যের রূপকার ও স্বাধীনতা সংগ্রামীরা স্বীকৃতি পেয়েছেন গানে গানে। গানটির প্রতিটা অংশে তাঁদের অমূল্য অবদানের কথা ফুটিয়ে তুলেছেন রণিতা। মিউজিক ভিডিয়ো প্রসঙ্গে রণিতা জানিয়েছেন, মাতৃভাষা দিবসে গান গাওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। মাত্র দুই দিনের মধ্যেই এই গানটি রেকর্ড করেছি। সঙ্গে আমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও চলছে। তাই সময় পেলে হয়ত নিজের স🎶ের🔥াটা দিতে পারতাম।'
‘কাঞ্চন ইমোশনাল ফুল’!, সদ্য বিয়ে করেই কেন স্বাম♑ীকে নিয়ে একথা বললেন শ্রীময়ী?
গানটি রিলিজের সময় এদিনের সাংবাদিক বৈঠকে মিউজিক ভিডিয়ো পরিচালক দেবজ্যোতি মুখোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন রণিতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পাশাপাশি এসেছিলেন জনপ্রিয় রিয়েলিটি শো 'সুপার সিঙ্গার' এর চিফ মেন্টর অয়ন বন্দ্যোপাধ্যায় এবং সুরোকার উদয় বন্দ্ꦓযোপাধ্যায়ও। এদিন উদয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাঙালির আবেগ ও অহংকারের মিশেল হল 'ভাবি শুধু বাংলায়'। দুই বাংলার মানুষকেই ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য দিয়ে বেঁধে রাখবে এই গানটি।