ক্রিকেটে অলবিদা জানানোর পরও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি🅘 একবিন্দু। ক্রিকেটের ২২ গজ থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘদিন ক্রিকেট প্রশাসকের ভূমিকায় নজর কেড়েছেন সৌরভ। এখন অনেকটাই ঝাড়া হাত-পা তাঁর। সৌরভের আরও একটি পরিচয় তৈরি হয়েছে গত কয়েক বছরে। বাংলা টেলিভিশনের অন্যতম সফল সঞ্চালক তিনি। ‘দাদাগিরি’ শো-এর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে সৌরভ। সদ্যই এই গেম শো-এর ১০ নম্বর সিজন নিয়ে জি বাংলার পর্দায় ফিরেছেন মহারাজ।
সৌরভ-ডোনার খুনসুটি ‘দাদাগিরি’র মঞ্চে বহুবার দেখেছে দর্শক। ডোনা সশরীরে হাজির না থাকলেও এই গেম শো-এর প্রতি এপিসোডেই উঠে আসে তাঁর প্রসঙ্গ। ‘দাদাগিরি’র꧙ স্টেজে ডোনার প্রসঙ্গে বহুবার নিজেও টেনে আনেন সৌরভ। বউকে নিয়ে একাধিক সিক্রেট তিনি ফাঁস করেছেন ক্যামেরার সামনে।
‘দাদাগিরি’র আসন্ন এপিসোডে জমবে কচিকাঁচাদের দাদাগিরি। খুদেদের সঙ্গে খেলার ফাঁকে নানান মজার প্রশ্নোত্তরের আসর জমালেন সৌরভ। সেখানেই মালদার প্রতিনিধি হয়ে আসা এক খুদে জানায় সে হাত দেখতে পারে। আর দেরি না করে সৌরভ তার সামনে হাত বাড়িয়ে দেন। হাতের রেখা দেখে সে🦩 জানায়, ‘তোমার খুব নাম-যশ হবে। টাকা পয়সা হবে।’ সৌরভের পালটা প্রশ্ন, ‘আরেকটা বিয়ে হবে?’ সম্মত🅷ি জানিয়ে খুদে প্রতিযোগী বলে, ‘হ্যাঁ, হতে পারে’।
সৌরভ হাসি চাপতে পার𓃲েননি এই মজাদার কথা শুনে। ভক্তরা ছাড়ার পাত্র নয়। অনেকেই লিখেছেন, ‘ডোনা বৌদি জানে ব্যাপারটা’। কেউ আবার সতর্ক করে দাদাকে জানায়, ‘আজ বাড়িও ফিরতে হবে তোমাকে’।
এর আগে দাদাগিরির মঞ্চে সম🐎্পূর্ণা লাহিড়ির প্রশ্নের মুখে পড়েছিলেন সৌরভ। 'তোমার আর ডোনাদি'র মধ্যে কী বিষয়ে ঝামেলা হয়?' প্রশ্ন শেষ করতে না দিয়েই সৌরভ জানিয়েছেন, 'আমি সারাক্ষণ মার খেতে থাকি।' কিন্তু মার খান কেন? সঞ্চালকের স্বীকারোক্তি, 'মহিলারা বিনা কারণে ঝামেলা করে। আসলে, আমাকে কিছু বললে আমি কোনও উত্তর দিই না। সেইসময় আমি অন্য কথা ভাবি। তাতেই ম্যাডাম রেগে যান।'
প্রসঙ্গত, সৌরভকে প্রকাশ্যে ‘দাদা’ বলে সম্বোধন করেন ডোনা, আর মহারাজ স্ত্রীকে ম্যাডাম বলে ডাকেন। ইতিমধ্যেই দাম্পত্য জীবনের ২৭ বছর পার করে ফেলেছেন সৌরভ-ডোনা। ভালোবেসে পাশের বাড়ির মেয়ে ডোনাকে লুকিয়ে বিয়ে করেছিলেন সৌরভ। সেটা ১৯৯৬ সালের অগস্ট মাস। প্রায় এক বছর গোপন রেখেছিলেন সেই সুখবর। পরে দুই পরিবারের মধ্যে বিষয়টা জানাজানি হতে সামাজিক রীতি মেনཧে চারহাত এক হয় দুজনের। জুটির একমাত্র কন্যে সানা। ব্রিটেনের নামী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনের ডিগ্রি লাভ করেছে সে। আপতত বিশ্বের অন্যতম জনপ্রিয় কনস্যালট্যান্ট কোম্পানিতে কর্মরতা সানা।&n🍰bsp;