করোনা আবহের মধ্যেই ফের মৃত্যুশোকের ধাক্কা বলিউডের। চলে গেলেন হিন্দি সিনেমার অন্যতম তরুণ ও প্রতিভাবান ফিল্ম এডিটর অজয় শর্মা।তাঁর তীক𝄹্ষ্ণ শৈল্পিক মনোভাবেই পূর্ণতা পেয়েছে ‘জগ্গা জাসুস’, ‘লুডো’,'কারওয়াঁ'-র মতো ছবিগুলি। আমাজন প্রাইমের অন্যতম চর্চিত মিউজিক্যাল ওয়েব সিরিজ ব্যান্ডিট বন্দিশ-এরও এডিটিংয়ের দায়িত্𓄧ব সামলেছিলেন অজয়। আচমকাই না-ফেরার দেশে চলেছে গেলেন এই তরুণ ফিল্ম এডিটর। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে অজয়ের। যদিও মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
অজয় শর্মার মৃত্যুর খবর টুইটারে ﷺজানান, অভিনেত্রী শ্🦄রিয়া পিলগাঁওকার। তিনি লেখেন- বিধ্বস্ত শব্দটাও খুব ছোট! আমরা অজয় শর্মাকে হারালাম, শুধু একজন অসাধারণ ফিল্ম এডিটর নয়, এক বিশাল মনের মানুষও।সবকিছু কেমন অর্থহীন হয়ে যাচ্ছে'।
তাপসী পান্নুর আসন্ন ছবি রশমি রকেট-এর সম্পাদনার দায়িত্বেও ছিলেন অজয় শর্মা, কাজ শেষ হওয়ার আগেই না-ফেরার ꦬদেশে বলিউড পরিবারের এই নেপথ্যের নায়ক।'রবফি', 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'অগ্নিপথ', 'কাই পো ছে', 'লাইফ ইন এ মেট্রো', 'ড্রাটি পিকচার'-এর মতো ছবির সহ-সম্পাদক হিসাবে কাজ করেছেন অজয়।
অজ🍸য়ের মৃত্যুর খবরে স্তম্ভিত তাঁর সহকর্মী🌳, বন্ধুরা। ক্রুক, তুম মিলে, প্যায়ার কা পঞ্চনামা-র মতো ছবিরও এডিটরের গুরুদায়িত্ব পালন করেছিলেন অজয় শর্মা।