তিনি তারকা সন্তান, তাই ছোট থেকে পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হতে হতেই বড় হয়ে উ🅘ঠেছেন। এসব জাহ্নবীর কাছে নতুন কিছু নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয়েই কথা বলেছেন জাহ্নবী। তাঁর কথায়, ছোটথেকে পাপারাৎজি তাঁর ও বোন খুশির ছবি তুলত, এসবে তিনি অভ্যস্ত। তবে খারাপ লেগেছিল যখন🐲 পর্নোগ্রাফি সাইটে তাঁর মর্ফ ছবি পোস্ট করা হয়।
জাহ্নবী কাপুর তার মর্ফ করা ছবিতে
নিউজলন্ড্রি-কে দেওয়া সাক্ষাৎಌকারে ౠবনি ও প্রয়াত তারকা শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর বলেন ‘আজকের উন্নত AI (কৃত্রিম বুদ্ধিমত্তা)র জন্য নকল ছবির আগমন হয়েছে। লোকজন এই বানানো ছবিগুলি দেখেন এবং ধরে নেন যে সেগুলিই আসল। এটা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করে।’
আরও পড়ুন-বক্স অফিসের লড়াইয়ে ফুকরে-৩, চ💮ন্দ্রমুখী-২ আর দ্য☂ ভ্যাকসিন ওয়ার! ১ম, ২য়, ৩য় কে?
আরও পড়ুন-বিয়ের বছর ঘুরতেই অ🍃ঙ্কিতা ও প্রান্তিকের পরিবারে এল নতুন সদস্য, শুভেচ্ছা নেটপাড়ার
জাহ্নবী বলেন, ‘আম♛ি তখন স্কুলে পড়ি, বয়স মাত্র ১০, স্কুলের কম্পিউটার ল্যাবে গিয়ে পাপারাৎজির তোলা আমার ছবিগুলি চোখে পড়েছিল। ইয়াহুর হোমপেজে ছবিগুলি ছিল, আমারই সহপাঠীর কম্পিউটারের স্ক্রিনজুড়ে। যে ছবিগুলি দেখে♐ আমি মোটেও স্বচ্ছন্দ্য বোধ করি নি। আর খবরের শিরোনাম ছিল আমায় সিনেমায় লঞ্চ করা হচ্ছে।’ জাহ্নবীর কথায়, ‘এই ছবিগুলি আমায় সহপাঠীদের কাছে মোটেও জনপ্রিয় করেনি, বিচ্ছন্ন করেছিল। শিক্ষকদের ব্যবহারও আমার প্রতি বদলে গিয়েছিল।’
জাহ্নবীর কথায়, ‘আমি এটা বলছি না, যে ছবিগুলি দেখে সহপাঠীরা আমায় অপছন্দ কর♈তে শুরু করেছে, বা ঘৃণার নজরে দেখছে। তবে আমি বুঝতে পারছিলাম না ঠিক কী হচ্ছে এসব। তার উপর ওয়াক্সিং করা ছিল না বলে আমায় নিয়ে ঠাট্টা করছিল। অনেকেই ইঙ্গিতপূর্ণ ভাবে বলছিল, আমি কাজ পাব না, কারণ আমি ইতিমধ্যেই বিখ্যাত। যদিও ওই অদ্ভত ঠাট্টার আমি সবটা ঠিক বুঝতে পারছিলাম না। তখন আমাকে নিয়ে হাজারও চর্চা। কেউ জিজ্ঞাসা করতে শুরু করেন, আমি কি স্কুল ছেড়ে যাচ্ছি? ইয়াহু🎃তে কেন আমার ছবি! অনেক ছোট থেকেই আমায় নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছে।’
প্রসঙ্গত, শশাঙ্ক খৈতান-পরিচালিত 'ধড়ক' ছবিটির হাত ধরে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপ🐻ুর। পরে ঘোস্ট স্টোরিজ, গুঞ্জন সাক্সেন🍨া: দ্য কার্গিল গার্ল, গুড লাক জেরি, বাওয়াল সহ বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা।