রাজমৌলি পরিচালিত ছবি 'RRR' নিয়ে উন্মদনা তু🌳ঙ্গে। প্রথমে গোল্ডেন গ্লোব, পরে অস্কার, সবমিলেয়ে 'RRR' এবং 'নাটু নাটু'তে মজে রয়েছেন অনুরাগীরা। এই উন্মাদনা শুধু দেশ নয়, ছড়িয়েছে বিদেশেও। বিশ্বব্যাপী এখন এই ছবির বহু অনুরাগী রয়েছেন, এখনও বিশ্বের অনেক জায়গায় প্রেক্ষাগৃহে চলছে RRR। রাজামৌলির এই ছবির প্রেমে পড়েছেন এক জাপানি মা। তিনি তাঁর সন্তানের জন্য একটু অভিনব শৈল্পিক কাজ করে ফেলেছেন।
নিজের ছোট্ট সন্তানের কথা মাথায় রেখে RRR-এর সম্পূর্ণ গল্প ছবি এঁকে শিশুদের জন্য উপযোগী সুন্দর একটি বই তৈরি করে ফেলেছেন ওই জাপানি মহিলা। বইয়ে ছবির সঙ্গে জাপানি ভাষাতেই গল্পটি লেখা হয়েছে। জাপানি ওই মহিলার মনে হয়, তাঁর ৭ বছরের ছেলের পক্ষে তিন ঘণ্🦩টার সিনেমা দেখা সম্ভব নয়, আর সেকারণেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। যে ছবির বইটি দেখলে যেকোনও শিশুই বেশ খুশি হবে। ইতিমধ্যেই সেই বইয়ের ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ভি🍎ডিয়োর পোস্টে ক্যাপশানে লেখা হয়েছে RRR-ইন জাপান।
আরও পড়ুন-হৃত্বিকের মেরুদণ্ডের যা হাল, সুঠাম শরীর বানানো ওঁর জন্য বিপদজন✱ক, বলেন চিকিৎসকরা
আরও পড়ুন-মাত্র ১৮০০ টাকা পেতাম, অটো করে যেতে দেখে অপ্রস্তুত হয়ে যান মেকআপ শিল্পী : স🐬🦩্মৃতি
নেটদুনিয়ায় উঠে আসা ভিডিয়োটি ৭২ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। অনেকেই ভিডিয়োটি শেয়ার করেছেন। এক নেটনাগরিক লিখেছেন, ‘এটা আমাদের সৌভাগ্য, আমার এটা দেখে কান্না পেয়ে গেল। এই ছবিটিকে এত ভ🦋ালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।’ আরেক ব্যক্তি লিখেছেন, ‘অনেক পরিশ্রম করে এত সুন্দর একটা বই তৈরি করা সম্ভব হয়েছে।’ অপর একজন লিখেছেন, ‘এই পোস্টটি অত্যন্ত হৃদয়গ্রাহী এবং আমাদের গর্বিত করে’। কারোর কথায়, ‘এটা মায়ের ভালোবাসার ছবি।' অন্য একজন ওই ♉জাপানি মাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘উউউউ এটা খুব সুন্দর, ধন্যবাদ মা’। কারোর মন্তব্য, ‘আমারও এই বই চাই।’
রাজা মৌলির এই ছবি, কেন্দ্রিয় ভূমিকায় অভিনয় করেছেন রামচরণ এব♚ং জুনিয়র এনটিআর। এটি একটি কাল্পনিক গল্প যা ১৯২০-এর সালের পটভূমির উপর তৈরি। গল্প আবর্তিত হয়েছে ভারতের দুই জন স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে। ছবিতে রয়েছেন আলিয়া ভাট এবং অজয় দেবগন। ছবির গান অভিনয়, মার্জিত অ্যাকশন সিকোয়েন্স এবং পরিচালনা প্রশংসিত হয়েছে।