নাম সলমন আখতার, জাভেদ আখতারের ছোট ভাই তিনি। পেশায় লেখক ও মনোবিশ্লেষক। সম্প্রতি সলমন আখতার জানাচ্ছেন, বহু যুগ হয়ে গেল দাদা জাভেদ আখতারের স🅘ঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। একে অপরের সাথে কথাও বলেন না তাঁরা। সলমন তাঁর নতুন বই 'ঘর কা ভেদি'-তে নিজের সম্পর্কে লেখার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তাঁর কথায়, যাঁদের সঙ্গে দেখা হয়নি তাঁদের সম্পর্কে লেখা সহজ।
সালমানকে
জাভেদকে নিয়ে লেখার বিষয়ে প্রশ্ন করা হলে সলমন বলেন, ‘আমি ফ্রয়েডকে (সিগমুন্ড ফ্রয়েড) নিয়ে লিখি, ওঁর সঙ্গেও তো আমার কখনও দেখা হয়নি, আমি ডোনাল্ড উইনিকটকে নিয়ে লিখি, যিনি কিনা একজন মহান মনোবিশ্লেষক,ꦑ তাঁর সঙ্গে আমার কখনও দেখা হয়নি। আমি ফৈয়াজকে নিয়ে লিখেছি, ওঁর সঙ্গেও আমার কখনো দেখা হয়নি। সুতরাং জাভেদ নিয়ে লেখার ক্ষেত্রেও ওঁর সঙ্গে দেখা না হওয়াটা কোনও সমস্যাই নয়, এখানেও স্ববিরোধিতার কোনও বিষয় নেই। দুটোই তো সম্ভব, তাই না?... সলমন আখতারের কথায়, ‘তবে আমাদের মধ্যে একটা স্বজ্ঞাত সংযোগ রয়েছে। যা কথা বলা কিংবা শারীরিক আদান-প্রদানের চেয়েও গভীর সম্পর্ক।’ তবে দাদা জাভেদের সঙ্গে পুনর্মিলন চান কিনা সেবিষয়ে প্রশ্ন করা হলে, তিনি কিছুটা ব্যাঙ্গাত্মক ভাবেই বলেন, যদিও তিনি যদি আমার সঙ্গে কথা বলতে চান, তাহলে এই পছন্দটাও তো মন্দ নয়, 𝔉কারণ আমি বেশ ভদ্র মানুষ।’
আরও পড়ুন-বলে♑ছিলেন ‘পুজোয় আছি, উৎসবে নেই’, সত্যিই এবার কীভাবে কাট🍨াবেন? খোলসা করলেন স্বস্তিকা
'এগুলি এমন বিষয় নয় যে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে ...'
গীতিকার এবং লেখক দাদা জাভেদ আখতারের প্রশংসা করে সলমন আখতার বলেন, ‘এমন অনেক কিছু ঘটে এবং যেগুলি হয়ত খুবই সূক্ষ্ম, খুব জটিল। তবে এই সূক্ষ্ম বিষয়গুলির মধ্যেও অনেক আবেগ ও ইতিহাস রয়েছে। এগুলি এমন বিষয় নয় যে এগুলি নিয়ে বিস্তারিত জনসমক্ষে আলোচনা করা যেতে পারে। ... তিনি (জাতীয় পুরস꧒্কারজয়ী জাভেদ) অত্যন্ত পাণ্ডিত, বুদ্ধিমান, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ এবং একজন অত্যন্ত বড় কবি। উনি ভীষণই স্মার্ট, মেধাবী মানুষ, সেবিষয়ে কোনো সন্দেহ নেই।’
প্রসঙ্গত, জাভেদ আখতার সম্প্রতি প্রাইম ভিডিওর ডকুসিরিজ 'অ্যাংরি ইয়ং ম্যান-এর অংশ ছ🌄িলেন। যেটির পরিচালক হলেন নম্রতা রাও। যে ডকু সিরিজটি চিত্রনাট্যকার হিসাবে সেলিম খানের সঙ্গে কয়েক দশক ধরে তাঁর সহযোগিতার কথা তুলে ধরে। উঠে এসেছে, তাঁদের জীবন সংগ্রাম, সাফল্য ও বিচ্ছেদের কথাও। সেই তিন পর্বের ডকু সিরিজটি শুধু জাভেদ আখতার ও সেলিম খানের সন্তান সলমন খান, আরবাজ খান, ফারহান আখতার এবং জোয়া আখতারের কাছ থেকে তথ্য নিয়ে তৈরি হয়নি, সেখানে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, হেমা মালিনী এবং যশের মতো তারকারাও তথ্য দিয়েছেন।