শাহরুখ অপ্রতিরোধ্য। সঙ্গে তাঁর ‘জওয়ান’ও যেন দুরন্ত গতিতে ছু꧂টেই চলেছে। বক্স অফিসে এখনও অপরাজেয় কিং খানের ছবি। রবিবার ফিল্ম বাণিজ্য বিশ্লেষক বিজয় মনোবালা রবিবার জানাচ্ছেন, জওয়ানের ব্যবসা ৭৫০ কোটি ছাপিয়ে গিয়েছে। মাত্র ১০ দিনে জওয়ান বিশ্বব্যাপী ৮০০ কোটি টাকার কাছাকাছি ছাপিয়ে গিয়েছে। প্রসঙ্গত 'জওয়ান' মুক্তি পেয়েছে হিন্দি, তেলুগু, তামিল ভাষায়।
বিশ্বব্যাপী জওয়ান বক্স অফিস কালেকশন
X-এ (আগে টুইটার নামে পরিচিত) 'জওয়ান'-এর ব্যবসার বিশ্বব্যাপী পরিসংখ্যান দিয়েছেন বিজয় মনোবালা। লিখেছেন, 'জওয়ান বিশ্বব্যাপী বক্স অফিস ১০ দিনের মাথায় শনিবার ৭৫০ক🍃োটি টাকার ব্যবসা করেছে। এর পরবর্তী লক্ষ্য হবে ৮০০ কোটির ক্লাব। জওয়ানের বিশ্বব্যপী ব্যবসার পরিসংখ্যান যথাক্রমে ১ম দিন ১২৫.০৫ কোটি, ২য় দিন ১০৯.২৪ কোটি, ৩য় দিন ১৪০.১৭ কোটি, ৪র্থ দিন ১৫৬.৮০ কোটি, ৫ম দিন ৫২.৩৯ কোটি, ৬ দিন ৩৮.২১ কোটি, ৭ম দিন ৩৪.০৬, ৮ম দিন ২৮.২৯ কোটি, ৯ দিন ২৬.৩৫ কোটি, ১০ম দিন ৫১.৬৪ কোটি, মোট ৭৬২.৭০ কোটির ব্যবসা করেছে ছবিটি।
আরও পড়𒁃ুন-সেদিন সলমন আমার সঙ্গে ছিলেন, আমাদের হাতেনাতে ধরে ফেলেন সঙ্গীতা, অকপট প্রাক্তন সোমি আলি