এবার হয়তো থামবে বক্স অফিসে পাঠান নিয়ে মাতামাতি! তবে কেই বা ভেবে💝ছিল, জওয়ান-এর গাড়ি থামাবে কমেডি ঘরনার সিনেমা ফুকরে ৩-এর হাত ধরে। সোমবারেও দেখা গেল শাহরুখ খানের সিনেমা থেকে প্রায় দ্বিগুণ আয় করেছে রিচা চাড্ডা-বরুণ শর্মার সিনেমা।
sacnilk.com-এর রিপোর্ট অনুসারে, চতুর্থ সোমবারে জওয়ান ঘর🏅ে তুলল ৬.৮০ কোটি। আর সেখানে ফুকরে ৩-এর ১১.৫০ কোটির কাছাকাছি। আর এই অঙ্কই স্পষ্ট করছে, মারামারি ছেড়ে আপাতত দর্শকরা মন দিয়েছেন কমেডিতে।
জওয়ানের বক্স অফিস রিপোর্ট:
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে জওয়ান। সোমবার ২৬ নম্বর দিনে এসে ভারতীয় বক্স অফিস থেকে হিন্দি, তামিল ও তেলুগু মিলিয়ে অ্যাটলি কুমারের ছবির আয় হল ৬.৮০ কোটি। যদিও ২৫ নম্বর দিনেই জওয়ান রেকর্ড তৈরি করে পা রেখে ফেলেছে ৬০০ কোটির ঘরে। সোমবারের আয় মিলিয়ে তা বেড়ে হ🤪ল ৬১১ কোটি।
ফুকরে ৩-এর বক্স অফিস রিপোর্ট:
ফুকরে ৩ মুক্তি পেয়েছিল ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার। খাতা খোলে ৮.৮২ কোটি দিয়ে। আর তারপর থেকে শুক্র, শনি আর রবিতে এই সিনেমা ভারতীয় বক্স অফিস থেকে তোলে যথাক্রমে ৭.৮১, ১১.৬৭🐈, ১৫.১৮ কোটি। সোমবারে এসেও মন্দ আয় করল না কমেডি ঘরনার এই ছবিখানা। ১১.৫০ কোটি আয় হল সোমবারে। আর ফুকরে ৩-এর পাঁচ দিনের মোট আয় ৫৪.৯৮ কোটি।
ফুকরে ৩-এর রিভౠিউ যদিও সেরকম ভালো না। চলচ্চিত্র সমালোচকরা ঢালাও প্রশংসা করেছে পঙ্কজ ত্রিপাঠির। তবে বাদবাকি বরুণ, রিচারা বড্ড ফিকে। আগের দুটো পার্টের মতো🅠, দর্শককে হাসাতে পারল কই!
এদিক দিয়ে বলতে গেলে জওয়ান-এর রিভিউ কিন্তু বেশ ভালো। দ্বৈ🤡ত চরিত্রে কামাল করেছেন কিং খান। সঙ্গে নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, ঋদ্ধি ডোগরারাও যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন নিজেদের চরিত্র। অ্য়াটলির পরিচালনায় জওয়ানের প্রতিটা অ্যাকশন সিন দুর্দান্ত। অনেকে এই ছবি দেখে হলিউডের সঙ্গেও তুলনা টেনেছেন। সঙ্গে ছবিতে রয়েছে সামাজিক ও রাজনৈতিক বার্তাও।
এদিকে ডিসেম্বরে ফের আসছেন শাহরুখ। রাজকুমার হিরানির ডাঙ্কি মুক্তি পাচ্ছে ২২ ডিসেম্বর। 🦩যা বক্স অফিসে মুখোমুখি সংঘর্ষ করবে প্রভাসের সালার-এর সঙ্গে। তবে পাল্লা আপাতত কিং খানের দিকেই ভারি। সঙ্গে 🦩নভেম্বরে দিওয়ালিতে মুক্তি পেতে চলা সলমনের টাইগার ৩-এও কেমিও করার কথা রয়েছে শাহরুখ খানের, পাঠান হয়ে।