শাহরুখ খানের জওয়ানের বিজয়রথ এবার যেন খানিক স্লথ হচ্ছে। ধীরে ধীরে কমছে আয়। তবুও মোটের উপর ভালোই ব্যবসা করে নিয়েছে ছবি। ভারতীয় বক্স অফিসে টপকে গিয়েছে ৬০০ কোটি টাকার গণ্ডি। চতুর্থ বৃহস্পতিবার, ৫ অক্টোবর মাত্র ১.৮৫ কোটি ট𓂃াকাই ঘরে তুলতে পেরেছে।
জওয়ানের বক্স অফিস কালেকশন
জওয়ান যবে থেকে মুক্তি পেয়েছে তবে থেকেই বক্স অফিসে একটার পর একটা রেকর্ড ভেঙে এগিয়ে চলেছে। শাহরুখ খান তো নিজেই নিজের বানানো রেকর্ড ভেঙেছেন, গড়েছেন নতুন রেকর্ড। কিন্তু তারপরেও মাত্র এক মাসের মধ্যে দারুণ পতন দেখা গেল জওয়ানে🍒র ব্যবসায়। মাস ঘুরতে না ঘুরতেই প্রায় তলানিতে এসে ঠেকেছে আয়।
মুক্তি পাওয়ার পর চতুর্থ বꦉৃহস্পতিবার, ৫ অক্টোবর রেকর্ড কম আয় করল জওয়ান। ২৯ তম দিনে ছবিটা মাত্র ১.৮৫ কোটি টাকা আয় করেছে ভারতীয় বক্স অফিসে। ফলে এখন এই ছবির মোট আয় গিয়ে🐠 দাঁড়িয়েছে ৬১৭.৫২ টাকায়। এমনটাই জানানো হয়েছে সচনিল্কের রিপোর্টে।
চতুর্থ সোমবার জওয়ান ৬.৮৫ কোটি টাকা আয় করে। তার পর লাগাতার কমতে ♛থাকে সেটার পরিমাণ। মঙ্গলবার এক ধাক্কায় সেটা কমে হয় ২.০৫, বুধ꧂বার আরও কমে হয় ১.৯৫ কোটি। বৃহস্পতিবার ১.৮৫ কোটি টাকা মতো এই ছবি আয় করেছে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: 'বাড়ি🌠তে যোগাযোগ করতে পারছিলাম না', সিকিমের বিপর্যয়ের কবলে অন্তরা নন্দী, এখন কেমন আছেন?
আরও পড়ুন: কো๊য়েলের সঙ্গে মহালয়ায় থাকছেন সন্দীপ্তা-তৃণা, কোন দেবী রূপে দেখা🎉 যাবে তাঁদের?
তবে♔ যতইꩲ আয়ের গতি কমুক, গ্লোবাল বক্স অফিসে এটি বহুদিন আগেই ১০০০ কোটি পেরিয়ে গিয়েছে। ফলে সবটা মিলিয়ে অ্যাটলি পরিচালিত এই ছবি যে ভালোই ব্যবসা করেছে বলা যায়।
জওয়ান প্রসঙ্গে
৭ সেপ্টেম্বর মুক্তি পায় জওয়ান। এখানে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে শাহরুখ খানকে। তাঁর বি🌌পরীতে ছিলেন নয়নতারা। দীপিকা পাড়ুকোনকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। বিজয় সেতুপতি ছিলেন খলনায়কের চরিত্রে। অন্যান্য ভূমিকায় সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা প্রমুখ ছিলেন। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের চর্চায় উঠে আসে একাধিক সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলার জন্✤য। সমালোচক থেকে তারকা, সাধারণ মানুষ সহ সকলেরই প্রশংসা পেয়েছে জওয়ান।