মুক্তির পর দেখতে দেখতে বক্স অফিসে প্রায় ৭ দিন কাটিয়ে ফেলল ‘জওয়ান’। তবুও শহরুখ যেন অপ্রতিরোধ্য। আপাতত গোটা দেশ ‘জওয়ান’ জ্বরে কাঁপছে। Sacnilk.com রিপোর্ট অনুসারে এই𒁏 অ্যাকশন থ্রিলারটি মুক্তির সপ্তম দিনের মাথায় বুধবার দেশীয় বক্স অফিসে ২১.৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সবমলিয়ে এই ছবির ব্যবসা ভারতে সমস্ত ভাষায মিলিয়ে দাঁড়িয়েছে ৩৬৬.০৮ কোটি ছুঁই ছুঁই।
বুধবারের ব্যবসা মঙ্গলবারের সংখ্যার তুলনায় কিছুটা কম হলেও, 'জওয়ান'-এর রেসের ঘোড়া থেমে নেই। এটি এখনও আরও অনেক রেকর্ড ভাঙতে পারে। যদিও বুধবারের শেষ শোয়ের পরে বিশদ প্রতিবেদন এখনও প্রকাশিত হয়নি, Sacnil𒈔k.com পোর্টালটি সপ্তম দিনে ছবিটির হিন্দিতে ১৯.৮৫% এর সামগ্রিক দখলের কথা জানিয়েছে। মঙ্গলবার, ছবিটি ভাল পার🐎ফর্ম করেছে এবং ভারতে এর ব্যবসা ছিল ২৬ কোটি টাকা।
ফিল্ম বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটে জওয়ান এর বর্ধিত সপ্তাহ ১-এর একটি চাঞ্চল♏্যকর রিপ💙োর্ট প্রকাশ করেছেন। এই ছবিটি হিন্দিতে একটি নতুন বেঞ্চমার্ক…তৈরি করেছে, যা অভূতপূর্ব- অকল্পনীয়। এই ছবির ব্যবসা যথাক্রমে প্রথম বৃহস্পতিবার ৬৫.৫০ কোটি, শুক্র ৪৬.২৩ কোটি, শনি ৬৮.৭২ কোটি রবি ৭১.৬৩ কোটি, সোম ৩০.৫০ কোটি, মঙ্গল ২৪ কোটি টাকা৷ সবমিলিয়ে এই ছবির ব্যবসা ছিল ৩০৬.৫৮ কোটি টাকা। তবে এই পরিসংখ্যানও শুধুমাত্র হিন্দিতে।
আরও পড়ুন-বিভূতিভূষণের ‘আদর্শ হিন্দু হোট🤡েল’কে পর্দায় আনছেন অরিন্দম শীল, অভিনয়ে অনন্যা-মোশাররফ
আরও পড়ুন-‘জওয়ান’এ কংগ্রেস সরকারের🍸 দূর্নীতিকে তুলে ধরেছেন শাহরুখ! বলছে BJP, মিলল 'ধন্যবাদ'
আরও পড়ুন-সানির গদর-২ লম্বা রেসের ঘোড🧔়া, তবে 'জওয়ান'-এর দৌড়ের সামনে সেটা যেন বড𝓀়ই নড়বড়ে!