বক্স অফিসে ঝড় উঠেছে। 'জওয়ান' ঝড়। তবে বেশ কয়েﷺক সপ্তাহ হল তীব্র গতিতে ঝড় চলার পর, এবার এর গতি কিছুটা স্লথ হয়েছে। শাহরুখ ফের একবার প্রমাণ করেছেন, যে যাই বলুক না কেন তিনিই 'কিং'। শুধ𝄹ু দেশে নয়, বিদেশের বক্স অফিসেও শাহরুখ 'শাসন' এখনও অব্যাহত। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে মুক্তির ১৫ দিনের মাথায় বিশ্বব্যাপী বক্সঅফিসে 'জওয়ান'-এর কালেকশন এখন ৯৩৭.৬১ কোটি টাকা।
'জওয়ান' ছবিটি অবশ্য মুক্তির মাত্র ১৩ দিনের মাথাতেই বিশ্বব্যাপী ৯০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছিল। বুধবার গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের তরফে জানানোꦛ হয় বিশ্বব্যাপী বক্স অফিসে ‘জওয়ান’-এর কালেকশন ৯০৭.৫৪ কোটি টাকা। আর এখন এই আয় পৌঁছেছে ৯৩৭ কোটিতে। যদিও ৯০৭.৫৪ থেকে গিয়ে দাঁড়িয়েছে ৯৩৭ কোটি টাকা, পার্থক্যটা খুব বেশি নয়। ছবিটি মুক্তির ১১ দিনের মধ্যেই বিশ্বব্যাপী এর কালেকশন ৮০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল।
আরও ဣপড়ুন-'থ্রি ইড🍨িয়টস' অভিনেতা অখিল মিশ্রর মৃত্যুতে মুখ খুললেন ক্যানসার আক্রান্ত ছেলে অনুভব
আরও পড়ুন-'সময় লেগছিল মাত্র ১-২ ঘণ্টা, আর তাতেই আমি জওয়ান-এর জন্য হ্যাঁ 🧸বলি': প্রিয়ামণি
আরও পড়ু🍸ন-‘জানে জা’ জুড়ে চলল ইদুঁর-বিড়াল খেলা, করিনা🎃 দারুণ, চোখ দিয়েই বাজি মারলেন জয়দীপ
এদিকে দেশীয় বক্স অফিসেও 'জওয়ান'-এর কালেকশন কিছুটা নিম্নমুখী। Sacniﷺlk.com-এর নতুন প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার জওয়ান ১৫তম দিনে, ভারতে সমস্ত ভাষায় ছবির আয় ৮.৮৫ কোটি টাকা। প্রথম সপ্তাহে ছবিটির সংগ্রহ ছিল ৩৮৯.৮৮ কোটি টাকা। আর দ্বিতীয় সপ্তাহে জওয়ান-এর কালেকশন হয় আরও ১৩৬.১ কোটি টাকা। ছবিটি এখন পর্যন্ত ভারতে ৫৩৫,৯৮ কোটি টাকা আয় করে🦹ছে।