শেষ হয়েও যেন ফুরাচ্ছে না জওয়ানের আয়ু। এখনও ঝড়ো ব্যাটিং না চালালেও বক্স অফিসে টুকটুক করে বেশ ভালোই আয় করছে শাহরুখের ছবি। ছয় সপ্তাহে এসে এটি মোট ৫৮০ টাকা আয🅰় করল হিন্দি ভার্সনে। মোট টাকা ঘরে তুলল এই ছবি?
জওয়ান বক্স অফিস কালেকশন
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন এক্সে অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে জওয়ানের বক্স অফিস কালেকশন পোস্ট করলেন। সেখানে তিনি জওয়ান ছবির সপ্তাহ অনুযায়ী আয় তুলে ধরলেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী প্রথম সপ্তাহে এই ছবি তার হিন্দি ভার্সনে ৩৪৭.৯৮ কোটি টাকা আয় করেছে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে যথাক্রমে ১২৫.৪৬ কোটি এবং ৫২.০৬ কোটি টাকা আয় করে যথাক্রমে। জওয়ান ৩৪.৫৩ কোটি টাকা আয় করে তার চতুর্থ সপ্তাহ। পঞ্চম সপ্তাহে আয় কমে দাঁড়ায় ৯.৪৭ কোটিতে যা আবার ষষ্ঠ সপ্তাহে গিয়ে বাড়ে। এই সপ্তাহে এটি ১০.৫৯ কোটি টাকা আয় করেছে। ফলে ছয় সপ্তাহের শেষে জওয়ান কেবল হিন্দি ভার্সন থে༺কেই ভারতীয় বক্স অফিসে মোট ৫৮০.০৯ কোটি টাকা আয় করেছে।
তরণ আদর্শ এদিন এই ছবির তামিল এবং তেলুগু ভার্সনের সম্মিলিত আয়ের হিসেবও দেন। সেই তথ্য অনুযায়ী এটি প্রথম সপ্তাহে ৪৩.৩৫ কোটি, তারপর যথাক্রমে ১১.৬০ কোটি, ৩.৮৭ কোটি, ১.০৭ কোটি, ২ꦜ৪ লাখ টাকা আয় করে। ষষ্ঠ সপ্তাহে সেটা কমে হয় ২০ লা꧒খ। ফলে এখনও পর্যন্ত এই দুটো ভাষা মিলিয়ে জওয়ান ঘরে তুলেছে ৬০.৩৩ কোটি টাকা।
আরও পড়ুন: ‘জওয়ান,পাঠান যেখান থেকে করেছে…’, বাঘাযতীনেরও 🥃গানের প্রযুক্তিতে লেগেছে বিশাল টাকা, ফাঁস করলেন দেব
আরও পড়ুন: দেব ছাড়া বাংলা ছবিকে কেউ ব্যবসা দিচ্ছে না? বিতর্কের উত্তরে কী ℱবলꦜলেন 'বাঘা যতীন'?
এই ট্রেড অ্যানালিস্টের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে জওয়ান তার ছয় সপ্তাহের শেষে মোট ৬৪০.৪২ কোটি টাকা আয় করেছে। তিনি এই ছবিকে 'অল টাইম ব্লকব্লাস্টার' বলেও ঘোষণা করেন। এই প্রথম কোনও হিন্দি ছবি এত বিপুল আয় করল। গোটা বিশ্বজুড়েও এই ছবির আয় ১১০০ কোটি টাকা ছ𒊎াপিয়ে গিয়েছে। ফলে সবটা মিলিয়ে শাহরুখের জওয়ান যে বক্স অফিসে একটার পর একটা রেকর্ড ভেঙেছে, গড়েছে, ছাপ রেখেছে সেটা বলাই বাহুল্য।