বাংলার অন্যতম সুপারস্টার তিনি। দীর্ঘ ২৫ বছরের কেরিয়ারের উপহার দিয়েছেন একাধিক হিট। এবার অবশেষে তিনি পা রাখলেন বলিউডে। চলতি মাসের ২০ তারিখ মুক্তি পাচ্ছে খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার। নীরজ পান্ডের সেই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা মিলবে জিতের। তার আগে তিনি কী জানালেন?
আরও পড়ুন: সারেগামাপার দুই বিজয়ীর মধ্যে রয়েছে এক নিবিড় যোগ! জানেন দেয়াশিনী-অতনু একই গুরুর ছাত্র, কে তিনি?
আরও পড়ুন: প্রেম দিবসেই 'বিশেষ' মানুষের সঙ্গে করিয়েছেন আলাপ, এবার কোন সিদ্ধান্ত নিলেন কবীর সুমন?
খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কী জানালেন জিৎ?
যেখানে ইতিমধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী সহ বাংলার একাধিক তাবড় তাবড় অভিনেতা, এমনকি অভিনেত্রীরাও বলিউডে ডেবিউ করে ফেলেছে। সেখানে কেরিয়ারের ২৫ বছর কেটে যাওয়ার পর প্রথম হিন্দি কাজ করলেন জিৎ। এই বিষয়ে তিনি এদিন আনন্দবাজারকে জানিয়েছেন, 'আমি ঈশ্বরকে রোজ জিজ্ঞেস করতাম কেন এত সময় লাগছে? তিনি উত্তর দিয়েছেন অবশেষে। আমার কাছে সেই জন্যই এই সিরিজটি এসেছে।' নিজের চরিত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে এই চরিত্রটি করার জন্য তিনি পরিচালকের কথা মেনে চলার চেষ্টা করেছেন। তিনি যা চেয়েছেন সেটাই ফ্লোরে দেওয়ার চেষ্টা করেছেন। জিতের কথায়, 'একাগ্রতা এবং নিষ্ঠার অভাব থাকলে তখন কঠিন মনে হয় যে কোনও চরিত্র।'
এর আগে জিৎ অভিনীত চেঙ্গিজ ছবিটি হিন্দি ভাষায় মুক্তি পেলেও এটা তাঁর প্রথম হিন্দি কাজ। ফলে তিনি মুখিয়ে আছেন দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য।
নতুন হিরো নিয়ে কী বললেন জিৎ?
এদিন জিৎ কথা প্রসঙ্গে জানান বাংলায় যে এখন আর সেভাবে নতুন হিরো উঠে আসছে না সেটা দুর্ভাগ্যজনক। অভিনেতার কথায়, 'কেন নতুন হিরো উঠে আসছে না বাংলায় আমিও সেটা বুঝতে পারছি না। এটা আমাদের সবার সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য। নতুন হিরো আসুক আগে বাংলায়। তারপর তাকে জাতীয় স্তরে পাঠানো হবে।' জিৎ জানান নতুন হিরো এলে তিনি তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বরাবরই নতুনদের নিয়ে, তাঁদের কাজ দিতে চান বলেও জানিয়েছেন।
খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার প্রসঙ্গে
আগামী ২০ মার্চ থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ। নীরজ পান্ডে পরিচালিত সিরিজে একাধিক বাংলা অভিনেতা আছেন। জিৎ ছাড়াও রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, প্রমুখ। রয়েছেন চিত্রাঙ্গদা সিং।