মুক্তি পেয়েছে 'বেদা' ট্রেলার। ১ অগস্ট, শুক্রবার ছিল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে গিয়ে বেজায় চট🌼লেন জন আব্রাহাম। কিন্তু কেন? ♑কী ঘটেছে?
শুক্রবার অ্যাকশন থ্রিলার 'বেদা' ট্রেলার অনুষ্ঠানে এক সাংবাদিক 'পাঠান' তারকা জনকে প্রশ্ন করে, ‘এই ছবিতে নতཧুন কী পাব? ট্রেলারে তো সেই খানিকটা একই ধরনের অ্যাকশন দেখা যাচ্ছে।’ আর সাংবাদিকের এই কথাতেই বেজায় চটে যান জন আব্রাহাম। পাল্টা তিনি ওই সাংবাদিকের উদ্দেশ্যে বলেন, ‘আপনি কি ছবিটা দেখেছেন? এধরনের কথা বলার জন্য আমি কি আপনাকে ইডিয়ট বলব?’
জন প্রশ্নকর্তাক𒊎ে বলেন, ‘নেহি ম্যায় তো আপকো সির্ফ সরাসরি একথা বলতে চাই যে এই ছবিটা এক্কেবারেই আলাদা। অন্তত আমার ভাবনায়, আর তাই এই ছবিটা করেছি। আর আমি জানি, আপনি এখনও ছবিটা দেখেননি।’
এরপরই অবশ্য জন নিজেকে কিছুটা সামলে সাংবাদিককে বলেন, ‘আপনি আগে ছবিটা দেখুন, তারপর আপনি যা জিগ্গেস করবেন,🦂 আমি সেই প্রশ্নেরই জবাব দেব। তবে আপনি যদি ভুল হন, তাহলে কিন্তু আপনাকে ছাড়ব না।’ সাংবাদিকের স🍌ঙ্গে জন আব্রাহামের এই কথোপকথন HT City-র ক্যামেরায় উঠে এসেছে।
তবে জনের এমন মেজাজ দেখে বিষয়টা ভালোভাবে নেননি নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এত অ্যাটিটিউড কীসের, ওনাকে পুরো প্রশ্নটা শেষ করতে দিন আগে…।এত কীসের মেজাজ?’ কারোর কথায়, ‘প্রশ্ন করলে এভাবে জবাব দি👍তে হয় বুঝি!’ কারোর মন⛦্তব্য, ‘প্রশ্ন করে মিলল মেজাজ’।
বেদা
বেদা হল শর্বরী অভিনীত একটা অল্প বয়সী মেয়ের গল্প, যিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে তিনি নিপীড়নের বিরুদ্ধে লড়াই 🔯করেছেন। তার চরিত্রটি জাত ও অস্পৃশ্যতার ভিত্তিতে নিপীড়িত সম্প্রদায়ের জন্য অত্যাচারীদের বিরুদ্ধে সামাজিক ন্যায়বিচার চায়। নিখিল আডবাণী পরিচালিত এই অ্যাকশন-থ্রিলারে খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিষেক ব💖ন্দ্যোপাধ্যায়কে। সিনেমাটিতে তামান্না ভাটিয়া এবং মৌনি রায়কেও ক্যামিও চরিত্রে দেখা যায়। চলতি বছর (২০২৪) ১৫ আগস্ট মুক্তি পাবে 'বেদা'।