‘জাতীয় কন্যা দিবসে’ মে𓄧য়ে নিসাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী কাজল। পোস্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজেকে করেছেন অভিনেত্রী।
নিসাকে নিয়ে কাজলের পোস্ট
এ দিন মেয়ে নিসার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন কাজল। ছবিটা তুলেছেন কাজল-পুত্র যুগ। ‘দ্য ট্রায়াল’ অভিনেত্রী পোস্টে লিখেছেন, ‘যখনই আপনার একটি মেয়ে থাকবে, তাকে নিয়ে আপনার ভাবনা আসবেই দুনিয়া ওকে নিয়ে কী ভাবছে? পুরুষ সহযোগীদের সঙ্গে কি সে দাঁড়াতে পারবে এবং বিশ্ব তাকে সমর্থন করবে.. আসুন এই দিনে আমরা আমাদের মেয়েদেরকে বিশ্বের নির্বিশেষে নিজেদের দাঁড়ানোর জন্য যথেষ্ট শক্তিশালী করে তুলি এবং এই পৃথিবীকে এমন একটি জায়গা সেখানে যেন তাদের মেয়েরাও উন্নতি করতে পারে… চলুন এর উপরে কাজ করা যাক। @nysadevgan #nationalgirlchildday #shotbyyugdevgan’। আরও পড়ুন: ফাইটারের সেটে অনিলের ডেডিকেশন দেখে অবাক হৃতিক, ভরা🐬লেন প্রশংসায়, চোখ ভিজে এলো মিঃ কাপুরের
নিজে খ্যাতনামী অভিনেত্রী কাজল। স্বামী অজয় দেবগন। বাবা-মা দু’জনেই তারকা হওয়ার সুবাদে তাঁদের সন্তানরা ছোট থেকেই প্রচারের আলোয়। কাজলের দুই সন্তান— নিসা ও যুগ। মেয়ে নিসা বড়, ছেলে যুগ এখনও নাবালক। ২০ বছরের তরুণী কাজল-কন্যা নিসা। এর মধ্যেই নিজের পরি﷽চিতি তৈরি করে ফেলেছেন তিনি। তবে তা পেশার কারণে নয়, তাঁর জীবনযাপনের কারণে।
নিসা প্রসঙ্গে
২০০৩ সালে জন্ম নিসার। সোশ্যাল মিডিয়া সেনসেশন সে। পার্টি করতে খুব ভালোবাসেন কাজল-কন্যা। কখনও আবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই তারকা-কন্যা। ভবিষ্যতে পেশা হিসাবে অভিনয়কেই বাছবেন কি না, তা এখনও খোলসা করেননি তিনি। তবে এই মুহূর্তে জীꦇবনকে উপভোগ করাই এক মাত্র লক্ষ্য নিসার।
সুইৎজারল্যান্ডের জিলন ইন্সটিটিউডে স্নাতকোত্তরের𒊎 পড়াশোনা করছেন, তবে ভারতেও লম্বা সময় কাটাতে দেখা যায় তাঁকে। নিসার বলিউড ডেবিউ নিয়ে ইতিমধ্যেই চর্চা সর্বত্র। এই প্রসঙ্গে ২০২২ সালে কাজল এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি একেবারেই বলতে পারব না’। হসপিটালিটি ম্যানেজমেন্টের ছাত্রী নিসা, শেফ হওয়ার স্বপ্ন তাঁর। একথা বলতে শোনা গিয়েছে আগে।
দুই ছেলে-মেয়েকে বরাবরই স্বাধীন ভাবে মানুষ করেছেন অভিনেত্রী। সন্তানরা নিজেদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী, সে কথা নিজেই জানিয়েছেন কাজল। গায়ের রং নিয়ে, কখনও নিন্দকদের চক্ষুশূল হয়েছে নিসার বিলাসবহুল জীবনযাপন। রাতের পার্টি থেকে সাজপোশাক— সব নিয়েই কথা শুনতে হয়ꦕেছে তাঁকে। সর্ব ক্ষণই মেয়েকে নিয়ে নানা মন্তব্য কানে যায় কাজলের। ছেলে যুগ অবশ্য এখনও বয়সে অনেকটা ছোট। তবু রেহাই নেই। হামেশাই ছেলেমেয়েকে নিয়ে কদর্য মন্তব্যের মুখে পড়তে হয় কাজলকে। তাই এ সবের ঝক্কি সামলাতে ছোট থেকে ছেলেমেয়েকে কী উপদেশ দিয়েছেন অভিনেত্রী?
এক সাক্ষাৎক⭕ারে কাজল বলেছিন, ‘আমি আমার ছেলে-মেয়েকে ট্রোলিং বিষয়টায় বিশেষ গুরুত্ব দিতে বারণ করি। ইউ হ্যাভ টু টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট।’ অভিনেত্রী বিশ্বাস করেন, এই সব কটাক্ষ কানে তোলার মানে নেই। প্রতিটি মন্তব্যের জবাব দেওয়ারও প্রয়োজন নেই♉। কারণ, রোজই কিছু না কিছু ঘটনা ঘটতে থাকে। কেউ না কেউ কিছু বলবেই।
কাজল জানান, ছোট থেকেই তিনি ছেলেমেয়েকে শিখিয়েছেন সোশ্যাল মিডিয়ায় সব মন্তব্য গুরুত্🧸ব না দিতে। তিনি চানꦏ, কুমন্তব্যে কান না দিয়ে তাঁরা যেন নিজের বুদ্ধি ব্যবহার করে নিজস্ব মতামত তৈরি করেন।