গোটা মুখ সাদা, চোখে গোল গোল কালো ছোপ, ঠোঁটের রঙও কালো।𓄧 💝একী হাল কাঞ্চন মল্লিকের! খোঁজ নিয়ে জানা গেল ইনি সেই কাঞ্চন নন, ইনি নাকি ভূত। তিনি নাকি অশরীরী। ভাবছেন এসব কী বলছি?
আসল বিষয় হল এবার নতুন ভূতের ছবিতে দেখা যাবে বিধায়ক-অভিনেতাকে। ছবির নাম ‘ভূতের পাল্লায় ভূতনাথ’। এই ছবির ছবির কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুমকি চট্টোপাধ্যায়। গা ছমছমে ভয় আর মজার মিশেলে আসছে এই ছবি। পরিচালনায় বিদিশা চট্ট🔴োপাধ্যায়। ছবিতে কাঞ্চন মল্লিক ছাড়াও রয়েছেন এক ঝাঁক তারকা। রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, মানসী সিনহা , রাজু মজুমদার, তরঙ্গ সরকার, এছাড়াও রয়েছেন বাংলা থিয়েটারের চেনা মুখ সন্দীপ চট্টোপাধ্যায়, সুমন্ত রায়, নবাগতা অভিনেত্রীদের মধ্যে রয়েছেন অন্বেষা চট্টোপাধ্যায়।
পরিচালক জানাচ্ছেন এই ছবিতে কাঞ্চন মল্লিক যেন ভূত, ত🌼েমনই খরাজ মুখোপাধ্যায়কে দেখা যাবে এক সুদখোর মহাজনের ভূমিকায় এবং মানসীꦑ সিনহার দেখা মিলবে এক ঝগড়ুটে বউয়ের চরিত্রে, সন্দীপ চট্টোপাধ্যায় কে আমরা দেখতে পাবো এক মজার ব্যবসায়ীর ভূমিকায়, আর একটু ভিন্নধারার চরিত্রে দেখা যাবে আরিয়ান ভৌমিককে। এবার প্রকাশ্যে এসেছে ছবির চরিত্রদের লুক।
আরও পড়ুন-সারারাত জেগে থাকছে মেয়ে কৃষভি, তাই𒅌 দিনের বেলায় সুযোগ বুঝে…কী বললেন শ্রীময়ী?
বছর ২৩-এর পেশায় আইনজীবী-আবার এই ছবির পরিচালক বিদিশা চট্টোপাধ্যায় জানাচ্ছেন, 'এই ছবিটি সপরিবারে বসে দেখার মত একটি ভিন্ন স্বাদের মজা ও হাসির ভুতের ছবি। বাংলা থিয়েটার এর সঙ্গে বাংলা ছবির মেলবন্ধনই ঘটানোই এই ছবির মূল লক্ষ্য। ভিন্ন স্বাদের গল্পে দর্শকদের হলমুখী করতেই তিনি এই ছবি বানাচ্ছেন বলে জানিয়েছেন পরিচালক বিদিশা। এই ছবিতে গ ছমছমে ভয় আবার মজা সবটাই মিলবে। এস বি এ ফিল্মের ব্যানারে ২২ নভেম্বর সিনেমাহলে মুক্তি পꦉেতে চলেছে এই ছবি।
প🐻্রসঙ্গত, কিছুদিন আগে দীপাবলিতে মুক্তি পাওয়া ‘নিকষ ছায়া’ সিরিজে দুষ্টু তান্ত্রিক হয়ে ধরাꦰ দিয়েছিলেন কাঞ্চন। সেই সিরিজটি দর্শদের ভালো লেগেছে। মন কেড়েছে অভিনেতা কাঞ্চনের অভিনয়ও। আর এবার ভোল বদলে তিনি হয়েছেন ভূত। এবার দেখার ভূতের ভূমিকায় তিনি কতটা সফল হন।