ভাঙবেন, তবু মচকাবেন না। কঙ্গনা রানাওয়াত খানিকটা এমনই। সম্প্রতি, টুইটারে ফিরে আবারও স্বমহিমায় ধরা দিয়েছেন বলিউডের 'কুইন'। টুইটারে তিনি শাহরুখের 'পাঠান' নিয়ে একের পর এক টুইট করেছেন। 'পাঠান'-এর সাফল্যের কথা মানলꦐেও অভিনেত্রী মনে করিয়ে দিয়েছেন, ছবিতে শত্রুদেশ পাকিস্তান, আইএসআই-কে ভালো চোখে দেখানো হয়েছে, যদিও ছবি হিট হয়েছে ভারতবাসীর ভালোবাসায়।
কঙ্গনার কথা প্রসঙ্গেই এক শাহরুখ অনুরাগী তাঁকে পরিসংখ্যান দিয়ে লিখেছেন ‘কঙ্গনাজি ধাকড় বক্সঅফিসে প্রথম দিনে ৫৫ লক্ষ টাকা আয় করেছিল এবং সবমিলিয়ে আয় করেছে ২.৫৮ কোটি টাকা। যদিও পাঠান প্রথম দিনেই আয় করেছে ১০০ কোটির বেশি। তাই এখানে আপনার হতাশা প🥂্রকাশ পꦆাচ্ছে।’ ওই নেটনাগরিকের কথায় জবাবেই তাঁর ছবি 'ধাকড়' ফ্লপ হওয়ার কথা মেনে নেন কঙ্গনা। তবে লেখেন, ‘হ্যাঁ, ধাকড় একটা ঐতিহাসিক ফ্লপ ছিল, আমি কি কখন তা অস্বীকার করেছি? দশ বছরে এটি শাহরুখজির প্রথম সফল ছবি, আমরাও ওঁর থেকে অনুপ্রেরণা নিই, আশা করি আমরাও একই রকম সুযোগ পাব যা এই দেশ ওকে দিয়েছে। এত কিছুর পরেও ভারত মহান, উদার, জয় শ্রী রাম।’
প্রসঙ্গত, ২৫ জানুয়ারি ইমারজেন্সি’ র্যাপ আপ পার্টি ಞশেষে 'পাঠান' নিয়ে প্রশংসা করে বলেছিলেন, এধরনের ছবির সাফল্য পাওয়াই উচিত। তবে তারপরই ফের আক্রমণাত্মক হয়ে পড়েন কুইন। 'পাঠান'-এর ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়া প্রসঙ্গে করণ জোহর সম্প্রতি বলেছেন, ‘ভালোবাসা সবসময় ঘৃণার উপরে স্থান পায়’।
এরপরেই কঙ্গনা লেখেন, ‘যাঁরা বলছেন পাঠান ছবিটি ঘৃণার উপরে ভালোবাস দিয়ে সকলের মন জিতে নিয়েছে, তাঁদের সঙ্গে আমি একমত। কিন্তু কার ঘৃণার উপরে গিয়ে ভালোবাসা জিতে গিয়েছে? যাঁরা একথা বলছেন তাঁদের জানা উচিত টিকিট যাঁরা কিনছেন, যাঁরা ভালোবাসা দেখাচ্ছেন, তাঁরা সকলেই কিন্তু ভারতবাসী। আর এদেশে ৮০ শতাংশ হিন্দু বাস ক෴রেনৎ অথচ পাঠান ছবিতে শত্রু দেশ পাকিস্তান এবং পাক গুপ্তচর সংস্থা ISI-কে ভালো চোখে দেখানো হয়েছে꧂। ঘৃণার উপরে গিয়ে ভারতের এই চেতনাই মহান করে তোলে।'
কঙ্গনার কথায়, 'এটি ভারতের ভালবাসা যা 🐭শত্রুদের ঘৃণা এবং ক্ষুদ্র রাজনীতিকে জয় করেছে। কিন্তু যাঁরা একটু বেশিই আশা করছেন তাঁদেরক♏ে বলি, দয়া করে নোট করুন... পাঠান শুধু এক ছবি, তবে জয় শ্রী রাম...জয় শ্রী রাম এই ধ্বনিটা সবসময়ের জন্য অনুরণিত হবে।