সংসদে আগামী ছবির শ্যুটিং করতে চেয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সেই মর্মে অনুরোধ জানিয়েছিলেন লোকসভার সচিবালয়েജও। তবে পিটিআই সূত্রে জ꧟ানা গিয়েছে অভিনেত্রীর এই অনুরোধ হয়তো নাকচ করে দেওয়া হতে পারে।
ভারতের জরুরি অবস্থার উপর অভিনেত্রী যে ছবি বান🅰াচ্ছেন সেই ছবির শ্൩যুটিং তিনি সংসদের মধ্যে করতে চেয়েছিলেন। তাঁর আবেদনের ভিত্তিতে এখনও কোনও উত্তর দেওয়া হয়নি সচিবালয়ের তরফে। তবে পিটিআই সূত্রে জানা গিয়েছে যে এই আবেদন হয়তো নাকচ করে দেওয়া হবে।
সাধারণত কোনও আমজনতাকে কোনও রকম ভিডিয়োগ্রাফি বা কোনও রকমের শ্যুটিং সং🍰সদে করতে দেওয়া হয় না। তবে যদি সেটা কোনও সরকারি কাজ বা জরুরি কাজের জন্য করা হয়ে থাকে সেটা আলাদা। এমনটাই জানানো হয়েছে পিটিআইয়ের তরফে।
সংসদের ভিতরে কেবলমাত্র দূরদর্শন এবং সংসদ টিভিকে ভিডিয়োগ্রাফি এবং শ্যুটিং করার অনুমতি দেওয়া আছে। অন্য কাউকে নয়। পিটিআইয়ের তরফে আরও জানানো হয়েছে যে এর আগে কোনও ব্যক্তি বা প্রাইভেট কোম্পানিক💞ে তাদের কোনও ব্যক্তিগত কাজের জন্য কোনও রꦐকম ভিডিয়োগ্রাফি বা ছবি তোলার অনুমতি দেওয়া হয়নি সংসদের মধ্যে।
চলতি বছরেই 🅷এই ‘এমারজেন্স🐽ি’ নামক ছবিটির শ্যুটিং শুরু করেছেন কঙ্গনা। এই ছবির চিত্রনাট্য লেখা থেকে পরিচালনা করা, সবটাই করছেন কঙ্গনা। শুধু তাই নয়, তিনি এই ছবিতে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন। ১৯৭৫ সালে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল ভারতে সেটার উপর ভিত্তি করে এই ছবি বানানো হচ্ছে।
এই ছবিতে উঠে আসতে চলেছে ভারতের ইতিহাসের অন্যতম একটি অধ্যায়। কঙ্গনꦏা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'এমারজেন্সি ছবির মাধ্যমে উঠে আসবে ভারতের একটি গুরুত্বপূর্ণ সময়ের কথা, যে সময় ভারতের রাজনৈতিক ক্ষমতার গতিপথকে পাল্টে দিয়েছিল। তাই আমি সেটাকে গল্পের মধ্যে দিয়ে সবার সামনে নিয়ে আসতে চাই।'