সিনেমা হলে রমরমিয়ে চলছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। দর্শকদের কাছ থেকে ভরে ভরে ভালোবাসা পাচ্ছে এই সিনেমা। তবে ছবির একটি দৃশ্য নিয়ে হয়েছে বেশ আলোচনা। যেখানে দেখা যাচ্ছে রকি অর্থাৎ রণবীর সিং তাঁর হবু শাশুড়ির জন্য ব্রা কিনতে নিজেই গিয়েছেন দোকানে꧂। প্রেস কনফারেন🅺্সে এই ব্যাপারে প্রশ্ন করা হলে করণ জানান এটা তাঁর কাছে খুবই স্বভাবিক ঘটনা। এর মধ্যে তিনি অন্তত কোনও ভুল খুঁজে পাননি।
করণের কথায়, ‘আমার অন্তত এই নিয়ে কোনও ট্যাবু নেই। আমি দোকানে গিয়ে আমার মায়ের জন্য ব্রা ওকিনে এনেছি। আর আমার তাতে কোনও সমস্যা ছিল না। আমার সঙ্গে কিছু বন্ধু ছিল সেই সময়। ওরা বরং সেসব দেখে বেশ ঘাবড়ে গিয়েছিল। ওদের মনে হয়েছিল আমি ওদের বলতে পারতাম। কিন্তু আমার তা মনে হয় না। আমার মা যদি কোনও কাজ করতে আমাকে বলে থাকে, আমি কেন তাহলে তা অন্য কাওকে দিয়ে করাব।’
‘আমার মায়ের বয়স এখন ৮১। ওঁর কিছু দরকার পড়লে আমি তো সেগুলো কিনে এনে দেব। তা সে অন্তর্বাস হোক বা অন্য কিছু। আমি যানি সিনেমায় ওই দৃশ্য দেখে কিছু মানুষের হ✨য়তো খারাপ লাগবে। কিন্তু ওটাই তো পয়েন্ট। রানির মা রকিকে বোঝাচ্ছে এতদিন ধরে মেয়েরা নিজেদের হাতে ছেলেদের অন্তর্বাস ধুতে পারলে তুমি আমার জন্য একটা ব্রা কিনে আনতে পারবে না!’, নিজের বক্তব্যে যোগ করেন করণ।
১৯৭১ সালে যশ জোহরকে বিয়ে করেন হিরু। করণ বিয়ে না করলেও সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা হয়েছেন। ছেলের নাম রেখেছেন বাবার নামেই,♌ যশ। আর মেয়ের নাম রেখেছেন মা হিরুর নামের কিছু অক্ষর এদিক ওদিক করে রুহি। করণের দুই সন্তান তাঁদের ঠাকুমাকেই মা বলে ডাকেন।
রকি অউর রানি কি প্রেম কাহানি এক সপ্তাহে ৬৫ কোটির কাছাকাছি ব্যবসা করেছে প্রেক্ষাগৃহে। আশা করা যাচ্ছে, সমালোচক ও দর্শকদের থেকে পাওয়া পজিটিভ রিভিউর কারণে হয়তো আরও বাড়বে ছবির দর্শক সংখ্যা দ্বিতীয় সপ্তাহে এসে। ১৫০ কোটির ঘর ছুঁয়ে যাবে র🌟ণবীর সিং ও আলিয়া ভাটের এই ছবি। এছাড়াও রকি অউর রানিতে রয়েছেন শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়।