সদ্যই মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত অযোগ্য। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এটি তাঁদের জুটির ৫০ তম ছবি। বলাই বাহুল্য সেই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা, প্রত্যাশা দুই তুঙ্গে। এখনও পর্যন্🔜ত বেশ ভালোই সাড়া পাচ্ছে এই ছবিটি। কিন্তু এর মধ্যে কী এমন ঘটল যে বিরক্ত হয়ে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ম𒐪ুখ খুললেন পরিচালক?
আরও পড়ুন: বুদ্ধি-যুক্তি-তক্কো বাদ, জ্বালাপ꧑োড়া গরমে ফুরফুরে বাতাস বয়ে আনল জিৎ-রুক্মিণীর ‘বুমেরাং’
কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
গত ৭ জুন বড় পর্দায় একসঙ্গে♐ মুক্তি পেয়েছে অযোগ্য এবং বুমেরাং। শহরের নানা প্রান্তে চোখে পড়ছে এই দুই ছবির পোস্টার। তবে এদিন কৌশিক গঙ্গোপাধ্যায় একটি ছবি পোস্ট করে জানান অযোগ্য ছবির পোস্টারের উপর বেছে অন্যান্য বিজ্ঞাপনের পোস্টার লাগানো হচ্ছে যাতে ছবির প্রচার ব্যাহত হয়।
এদিন সেই ছবি পোস্ট করে কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, 'ডেলি আয় ꦏ৭০০ টাকা, অযোগ্যর প্রচুর পোস্টারের ওপর এই যোগ্য ভালোবাসার ছাপ্পার জন্য কৃতজ্ঞতা। ছবির নাম ধাম লোকে পড়তে পারলে আমাদেরও ডেলি আয় একটু বাড়ে হয়তো। আর একটা পয়েন্ট হল, কেবল অযোগ্যর পোস্টারেই কেন এসব মারা? কারা মারেন? কখন মারেন? কেন মারেন? একটু ভেবে দেখবেন তো! এটা জানি এই তাপ্পি মেরে পোস্টার ঢাকার চল অনেক বছরের পুরনো!𓃲 এদের বেশ দীর্ঘ আয়ু বোঝাই যাচ্ছে! তবে অযোগ্য ছবির আয় ও আয়ু তো ডেলি ডেলি বেড়েই চলেছে।'
কে কী লিখলেন?
অনেকেই এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'সত্যিই অসম্ভব সুন্দর একটা ছবি ব🤡ানিয়েছেন! শনিবার দেখলাম, কি সুন্দর গল্প বলার ধরণ! প্রত্যেকটা শট নিখুঁত, আপনার ছবির অপেক্ষায় থাকি, জানি হতাশ হব না, তবে এখনও পর্যন্ত আমার কাছে ছোটদের ছবির পরে অযোগ্য সবচেয়ে বেশি যোগ্য মনে হয়েছে ! অসাধারণ স্ক্রিন প্লে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'দেখে এলাম কাল। মন ভালো হয়ে গেল, এভাবে এই ছবিকে আটক🌊ানো যাবে না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এইসব করে আটকাতে পারবে না। অসাধারণ একটি সিনেমা।' এই ছবির সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য লেখেন, 'এসব করে কি ছবির হিট হওয়া আটকানো যায়? যায় না। এ বছরের যোগ্য হিট অযোগ্য।'