৬ মার্চ দিনটিতে একেবারেই মন ভালো থাকে না বিজয়া ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের। এই দিনটিতেই তিনি তাঁর আদরের একজনকে হারিয়েছেন। ফলে এই দিনটি এলেই মন খারাপ হয় পরিচালকের। ৪ বছর পেরিয়ে গেলেও অতীতের কোনও স্মৃতি ভুলতে পারেননি। প্রিয়জন হারানোর শোক কি আর অত সহজে ভোলা যায়! কিন্তু কাকে হারিয়ে ছিলেন এদিন কৌশিক? তাঁর আদরের পোষ্য জেটকে। শুধু তাই নয় তিনি তাঁকে শেষবারের মতো দেখতেও পাননি শহরে না থাকার দরুন।
আরও পড়ুন: 'এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য', টলিউডের কী নিয়ে হতাশা প্রকাশ করলেন জিৎ?
আরও পড়ুন: সারেগামাপার দুই বিজয়ীর মধ্যে রয়েছে এক নিবিড় যোগ! জানেন দেয়াশিনী-অতনু একই গুরুর ছাত্র, কে তিনি?
কী লিখেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
কৌশিক গঙ্গোপাধ্যায় এদিন ফেসবুকের পাতায় জেটের একটি ছবি পোস্ট করেন। পোষ্যর ছবির সামনে রাখা একগুচ্ছ ফুল। সেই পোস্টেই তিনি এদিন একটি আবেগঘন বার্তা লেখেন। কাবেরী অন্তর্ধান পরিচালক ছবির ক্যাপশনে লেখেন, '৪ বছর কেটে গিয়েছে! এই দিনে সাড়ে ১৩ বছরের জেট আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমি শহরে ছিলাম না। বেনারসে শ্যুটিং করছিলাম। সকালেই শ্যুটিং করার সময় ফোন পেয়েছিলাম ওর চলে যাওয়ার। মনে পড়ে না কবে ওরম ছোটবেলার মতো কেঁদেছিলাম! বেনারসের একটা অতি সরু গলির লাগোয়া মন্দিরের সিঁড়িতে বসে ছিলাম হতবুদ্ধি হয়ে! পুরো ইউনিট গলির অন্য একটা বাঁকে চুপ করে অপেক্ষা করে থাকল। তারপর শেষ করলাম শ্যুটিং। বিকেলে সূর্যাস্তের ঠিক আগে কলকাতা ফেরার পালা। নৌকো নিয়ে অন্য একটা ঘাটে যাওয়া, তারপর সেখান থেকে এয়ারপোর্ট।'
তিনি এদিন আরও লেখেন, 'নৌকোতে সবাই আমরা চুপ করে বসে। একটা চ্যাপটা শালপাতার থালায় জেটের ছবি, ফুল, আর প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দিলাম বেনারসের গঙ্গায়! সূর্য ডুবছে বলে আকাশের রং প্রদীপের শিখার মতো। আমার নৌকো বাড়ি ফিরছে, আর উল্টো স্রোতের টানে আমাদের আদরের জেট ফুলের ভেলায় ভাসতে ভাসতে প্রদীপটা নিয়ে ক্রমশ আমার থেকে দূরে, আরো দূরে চলে গেল।'
অনেকেই তাঁর এই পোস্টে তাঁকে সমবেদনা জানিয়েছেন। তাঁর এক অনুরাগী লেখেন, 'অবলা প্রাণী হারানোর ব্যথা সহ্য করা কঠিন।' আরেকজন লেখেন, 'নিদারুণ সে যন্ত্রনা।' কারও মতে, 'আমরা সবাই বোধহয় এই অনুভূতির সাথে একাত্ম হতে পারব। তারা ,যারা জীবনের কোনও না কোনও সময়ে সন্তানসম পোষ্যকে হারিয়েছি, তাদের সমস্ত স্মৃতিচিহ্নকে আজও সযত্নে লালন করে চলেছি, এমন শূন্যতার ভিতর দিয়ে গিয়েছি যেন মনে হয়েছে এর থেকে কোনওদিন আর বেরোতে পারব না।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত শেষ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা গিয়েছিল। সেটা তাঁদের জুটির ৫০ তম ছবি ছিল। অযোগ্য বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল। অন্যদিকে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে দর্শকরা সদ্যই বড় পর্দায় দেখতে পেয়েছেন। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে।