মিতিন মাসির নতুন সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন কোয়েল মল্লিক। সিনেপর্দায় তাঁর মারপিটের মারপ্যাঁচ বরাবরই মুগ্ধ করে তাঁর অনুরাগীদের। মিতিন মাসি সিরিজের চাহিদা🌊ও মন্দ নয় সিনেপ্রেমীদের মধ্যে। তবে সেই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবির শুট করতে গিয়েই ভয়ানক বিপত্তির মুখে পড়লেন তিনি।
রঞ্জিত মল্লিকের মেয়েকে বরাবরই ভালোবাসায় ভরিয়ে রাখেন দর্শকরা। ৩১ মার্চ ‘খুনির সন্ধানে ম♏িতিন’ সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর চোট পান কোয়েল। শুটিং চলছিল নেপালগঞ্জে। খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিগেসের তত্ত্বাবধানেই চলছিল শুটিং। ডান হাতে চোট পাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। এক্স রে করার পর ধরা পড়ে হাতে আলনা বোন ফ্র্যাকচার হয়েছে। প্লা🅷স্টার করতে হয়েছে।
আরও পড়ুন: বুক🌳 ঢাকা ফুলে, ট্রোলাররা নাম দিল ‘ফ𒅌ুলকুমারী’! দেবলীনার জবাব, ‘কলকাতার লোক আসলে…’
জানা যাচ্ছে, রবিবার রাতে শুটিং চলাকালীন দু’-দু’বার ডান হাতে চোট লাগে কোয়েলের। সহ- অভিনেতার লাথি সজোরে লাগে কোয়েলের কব্জির কিছুটা🐽 উপরে। প্রথম বার লাগার পর আঘাত পেয়ে বসে পড়েছিলেন কোয়েল। তবে থামাননি শ্যুট। একটু সামলে নিয়েই ফের আরেকটা টেক দেন। তবে দ্বিতীয় টেকও একই জায়গায় চোট পান অভিনেত্রী। এরপরই যন্ত্রণায় কাতরাতে থাকেন কো🍃য়েল। হাতও ফুলে যায়। তারপরই নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেট থেকে সোজা।
আরও পড়ুন: টাকা নিয়ে সমস্যা! রণবীর কাপুরের পাশ থেকে হঠাৎ꧟ই সরে দাঁড়ালেন ‘রাহা-র মা’ আলিয়া ভাট
নায়িকার চোট ཧলাগায় চিন্তায় সিনেমার পরিচালক অরিন্দম শীলও। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘ঘটনাটা ঘটার পর এতটাই ব্যথা ছিল যে কোয়েল হাত পর্যন্ত নাড়াতে পারছিল না’।
নিজের চোট লাগার খবর ইনস্টাগ্রামেও ভাগ করে নিলেন কোয়েল। জানালেন ডাক্তার বিকাশ কাপুরের পরামর্শে আপাতত বিশ্রামে রয়েছেনꦏ। তবে ভয়ের কিছু নেই। জলদিই উঠবেন সেরে।
আরও পড়ুন: ‘মিথ্যে কথা বলি…’, কেন দাঁড়ালেন তৃতীয়বার ভ♕োটে? দেবের জবাব পাঁশকুড়া থেকে
সুচিত্রা ভট্টাচার্যের মেঘের পরে মেঘ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘খুনির সন্ধানে মিতিন’। কোয়েল ছাড়াও দেখা যাবে মধুরিমা বসাক, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। থাকবেন শ🎃ুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, প্রমুখদের। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছিল ছবির শুটিং কলকাতা ও নেপালগঞ্জে। রবিবারের পর প্রায় ৭ দিনের শুটিং বাকি ছিল। তবে আপাতত কোয়েল পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত, বন্ধ থাকবে কাজ বলেই খবর মিলছে।