‘লক আপ’-এর প্রথম সিজনে দর্শক মনে ছাপ ছেড়ে গেলেও জিততে পারেননি পায়েল রোহাতগি। আর এবার শো, সঞ্চালনার দায়িত্বে থাকা কঙ্গনা রানাওয়াত আর বিজেতা মুনাওয়ার ফারুকিকে তুলোধনা করতে দেখা গেল তাঁকে। ম✅ঙ্গলব♋ার ইনস্টাগ্রামে ‘লক আপ’-এর একটা পুরনো পোস্ট শেয়ার করেন কঙ্গনা। সেখানে প্রযোজক একটা কাপুর থেকে শুরু করে কঙ্গনা রানাওয়াতের সলমন খানের ইদ পার্টির অংশ নেওয়া-- সব নিয়েই কটাক্ষ করেন তিনি।
পায়েলের দাবি মুনাওয়ারকে এই শ༺ো-র বিজেতা বানানো হয়েছে যখন থেকে সলমন আর কঙ্গনার মধ্যে ঘনিষ্ঠতা ব🐽েড়েছে। সঙ্গে ‘বেকার তারকাদের’ সমালোচনা করে পায়েলকে বলতে শোনা যায়, এরা কোনও কারণ ছাড়াই ‘নিন্দে’ করে তাঁর।
পায়েল তাঁর ‘লক আপ’-এরই একটা পোস্টার শেয়ার করে লেখেন, ꦫ‘কাজ নেই এমন তারকাদের ব্যবহার করে আমায় ছোট করার চেষ্টা… এরা যদি শো-র অলস বিজেতাকে চিনে থাকে আর লক আপ দেখে থাকে, তাহলে ওদেরকেও জানতে হবে পায়েল কে, আর #BADA** কথাটার কী মানে। কঙ্গনা থেকে শুরু করে অনেক এ লিস্টেড তারকারা, যাঁরা এই শো-তে এসেছিলেন আমাকে #BADA** বলে গিয়েছেন। আমার মনে হয় তাঁরা তখন এই কথাটার মানেই জানতেন না। ফাইনালের দিন কঙ্গনাকে সবাইকে এর অর্থ বলে দেন।
তিনি আরও লেখেন, ‘ওরা বিজেতা হিসেবে ঘর ঘর কি কাহানি (কাহানি ঘর ঘর কি-কে কটাক্ষ করে) বেছে নিয়েছে ফাইনালের ঠিক এক সপ্তাহ আগে বিগ বসের সঞ্চালকের সঙ্গে সাক্ষাৎ করে। এমন একজন বিজেতা যআর বউ আছে, বাচ্চা আছে আবার একজন প্রেমিকাও আছ♐ে। আর এই গল্পটাকেই ওই বেকার তারকারা সত্যি বলে মেনে নিয়েছে। ওই বিজেতা সবাইকে মানসিক আঘাত করত, এটাকে যদি হাস্যকর বলা হয় তাহলে আমার আর কিছু বলার নেই।’
এরপর পায়েল লেখেন, ‘কঙ্গনাকে আনফলো করলাম। প্রার্থনা করি যাতে ওর ছবি…. (থাম্বস ডাউন ইমোজি ব্যবহার করে ফ্লপ হওয়ার দিকে ইঙ্গিত করেছেন) হয়। আর ওই൩সব সো কলড সেলেবরা এবার থেকে পায়েলের ব্যাপারে মন্তব্য করার জন্য দশবার ভাববেন।’
প্রসঙ্গত, ফাইনালে প💙ায়েল রোহাতগিকে হারিয়ে ট্রফি জিতে নেন মুনাওয়ার। ১৮ লাখের বেশি ভোট পেয়ে জিতে যান মুনাওয়ার। ট্রফির পাশাপাশি মুনাওয়ার জিতেছেন ২০ লাখ টাকা, একটা গাড়ি ও ইটালি ভ্রমণের সমস্ত খরচ!