সন্তান হোক বা শাস্ত্রী, কিংবা গত বছরের কাবুলিওয়ালা, মিঠুন চক্রবর্তীকে এখন হামেশাই বাংলার ছবিতে দেখা যাচ্ছে। আগামীতেও তাঁর হাতে রয়েছে একাধিক কাজ! আর🍃 এর মাঝেই জানা গেল অভিনেতার নতুন কাজের কথা। মিঠুন চক্রবর্তীকে আগামীতে দেখা যাবে মানসমুকুল পালের ছবিতে।
আরও পড়ুন: শুভ মহরত সারা, আনুষ্ঠানিক ভাবে CID ২-এর পথ চলা শুরু, সে𓆉টে হাজির দয়া-অভিজিৎরা!
মানসমুকুল পালের ছবিতে মিঠুন
জানা গিয়েছে সহজ পাঠের গপ্পো খ্যাত পরিচালক এবার হুমায়ূন আহমেদের একটি উপন্যাসকে ভিত্তি করে ছবি আনতে চলেছেন। লিখবেন চিত্রনাট্য। সেই ছবিতেই মুখ্য ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী। আর তাঁর বিপরীতে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী আফসানা মিমিকে। আপাতত জাতীয় পুরস্কা𝕴র জয়ী এই পরিচাল𝕴ক চিত্রনাট্য লেখার আগে বাংলাদেশে যাচ্ছেন।
কিন্তু ভাবছেন বাংলাদেশ কেন? আসলে পরিচালক নিজে একবার উপন্যাসে থাকা জায়গাগুলো ঘুরে দেখতে চান চিত্রনাট্য লেখার আগে। সেই বিষಞয়ে তিনি সংবাদ প্রতিদিনকে জানিয়েছেন, 'বাংলাদেশের একাধিক জায়গার উল্লেখ থাকব হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছಌি তাতে। তাই ওখানকার ঢাকা, কিশোরগঞ্জ সহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সেই জায়গাগুলো নিজে গিয়ে দেখে এলে সেই উপলব্ধি আমার থাকবে আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে।'
কেবল জায়গা পরিদর্শন নয়, বাংলদেশ♏ে গিয়ে পরিচালক আফসানা মিমির সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েಌছেন। ছবির অনেকটা শ্যুটিং ওপার বাংলাতেই হবে। কিন্তু এখনই নয়। বর্তমানে মানসমুকুল পালের হাতে আরও ৩ টি ছবির কাজ রয়েছে। সেই ছবিগুলো শেষ করে তবেই তিনি এই ছবির কাজ অর্থাৎ শ্যুটিং শুরু করবেন।
প্রসঙ্গত মানসমুকুল পাল এই গল্প ছাড়াও বড় পর্দায় বিপ্লবী দীনেশ গুপ্তর কথা তুলে ধরতে চান। কিন্তু বিভিন্ন ജজটিলতার কারণে সেই কাজ এখনও শুরু করতে পারেননি তিনি। তবে তিনি🌸 বদ্ধপরিকর যে এই বিপ্লবীর জীবনকাহিনি তিনি সকলের সামনে তুলে ধরবেন।