প্রয়াত প্রবীণ মারাঠি অভিনেতা রবীন্দ্র বের্দে। ৭৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্🙈যাগ করেন তিনি। মারাঠি সিনেমায় অভিনয়ের জন্য নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। মৃত্যুর শেষ দিনগুলিতে ক্যানসার ভুগছেন। গলায় ক্যানসার ধরাল পড়েছিল তাঁর। রিপোর্ট বলছে, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে অভিনতার।
মুম্বই বেসরকারি হাসপাতালে কয়েক মাস ধরে চিকিৎসা চলছিল অভিনেতার। দু’দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। বাড়িতে আসার পর আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান। স্ত্রী, দুই সন্তান, পুত্রবধূ, নাতি-নাতনিকে রেখে চলে গেলেন প্রবীণ অভিনেতা। আরও পড়ুন: দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সাত পাক ঘু🍸রলেন YRKKH খ্যাত ব্রুশিকা, চিনে নিন পাত😼্রকে
উল্লেখ্য, ১৯৯৫ সালে একটি নাটকের মঞ্চে হৃদরোগে আক্রান্ত হন রবীন্দ্র বের্দে। এরপর ২০১১ সালে ক্যানসারের মতো মারণ রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে। কঠিন রোগে 🌺আক্রান্ত হলেও কাজ চালিয়ে গিয়েছেন চুটিয়ে। নাটকের প্রতি অনুরাগ রোগের কাছে হার মেনেছে। ক্যানসারে আক্রান্ত হয়েও নাটক দেখতে যেতেন নিয়মিত। বড় পর্দায় তাঁর সবচেয়ে আইকনিক চরিত্রগুলির মধ্যে একটি হল উড়ান, যেখানে তিনি একজন বাবার ভৈরব সিং-এর চরিত্রে অভিনয় করেছিলেন।
অভিনেতা ছাড়াও রবীন্দ্র ব𝐆ের্দের আরও একটি পরিচয় রয়েছে, তিনি লক্ষ্মীকান্ত বের্দের ভাই। একসঙ্গে বহু ছবিতে কাজ 🅰করেছেন দু'জনে। ১৯৬৫ সাল মাত্র ২০ বছর বয়সে থিয়েটারে যোগ দেন রবীন্দ্র বের্দে। ৩০০টিরও বেশি মারাঠি ছবিতে অভিনয় করেছেন।
মরাঠি ছবির পাশাপাশি পাঁচটি হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। অনিল কাপুর অভিনীত ‘নায়ক: দ্য রিয়েল হিরো’ এবং অজয় দেবগন অভিনীত ‘সিংঘম’-এ দেখা গিয়েছিল তাঁকে। নানা ধরনের চরিত্রে ♊অভিনয় করে মানুষের হৃদয়ে বিশেষ জায়গা কর🌟ে নিয়েছিলেন তিনি। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে।