টলিপাড়ায় বিয়ের মরসুম! পরমব্রত-পিয়া, অর্পিতা-স্বর্ণেন্দুর পর এবার গাঁটছড়া বাঁধল ‘রুক্মিণী’ শ্রীপর্ণা। গ্ল্যামার জগতের মানুষ শ্রীপর্ণা, এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন বাংলা সিরিয়ালে কিন্তু প্রেম করে নয়, পরিবারের পছন্দ করা পাত্রের সঙ💃্গে সাত পাক ঘুরলেন তিনি।
অ্য়ারেঞ্জ ম্যারেজ করছেন জানিয়েছিলেন। হবু বর মেডিক্যাল প্রফেশনের সঙ্গে যুক্ত সেটাও স্বীকার করে নিয়েছিলেন কিন্তু তাঁর ছবি প্রকাশ্যে আনেননি। এই মামলায় একদম উল্টো পথের পথিক ‘কড়ি খেলা’র নায়িকা। বিয়ের আসরেই সকলে প্রথমবার দেখল শ্রীপর্ণার বরকে। আরও পড়ুন-২৮শে নভেম্বর শুভদীপের সঙ্গেꦺ গাঁটছড়া বাঁধছেন শ্রীপর্ণা! ফাঁস হল বিয়ের কার্ড
‘ফুলকি’র ননদিনির বিয়ে! অর্পিতার বিয়েতে🎀 জমিয়ে হুল্লোড় দিব্যানি- কৌশাম্বিদের
চন্দননগরের ছেলে শুভদীপ। বিয়ে নিয়ে বেজায় এক্সাইটেড টেলিপাড়ার নতুন জামাই। এদিন শ্রীপর্ণার বৌদি বরণ করে নেয় শুভদীপকে। মিডিয়ার ক্যামেরার ঝলকানির মাঝেই নতুন বরের প্রশ্ন, ‘শ্রীপ﷽র্ণা কোথায়? বিয়ে কখন শুরু হবে?’ ওদিকে নায়িকা বললেন, ‘আমি খুব ট্র্যাডিশন্যাল। ওকে ভিডিয়ো কলও করিনি, নিজের ছবিও পাঠাইনি▨। শুভদৃষ্টির সময়ই আমাকে প্রথম দেখবে ও’।
বিয়েতে লাল বেনারসিতে সাজলেন গাঁটছড়ার রুক্মিণী, সঙ্গে ম্যাচিং লাল ব্লাউজ। সাজে পুরোপুরি বাঙালিয়ানা। গা ভর্তি সোনার গয়না, মাথায় লাল💛 ওড়নায় টুকটুকু লাল বউ শ্রীপর্ণা। আর শুভদীপ তিনি কেমন সাজলেন? লাল রঙা পাঞ্জাবি সঙ্গে♈ ধুতিতে শ্রীপর্ণাকে বিয়ে করতে এলেন ডাক্তারমশাই।
শ্রীপর্ণার সিঁথি সিঁদুরে রাঙিয়ে রোম্যান্টিক শুভদীপ। বউকে কাছে টেনে চুমুতে ভরিয়ে দিলেন। কখনও গালে কখনও কপালে একের পর চুমু খেতেই থ♓াকলেন শ্রীপর্ণার বর। নতুন কনে তখন লাজে রাঙা। এটাই ছিল শ্রীপর্ণার বিয়ের সেরা মোমেন্ট। বিয়ের এলাহি আয়োজন ছিল চোখে পড়াꦗর মতো। মেনুতে চিংড়ি, ভেটকি, মাটন থেকে বিরিয়ানি কিছুই বাকি ছিল না।
নতুন জীবনের আনন্দ দুজনের চ♕োখেমুখে। নিয়ম মেনে হল বিয়ের গোট☂া অনুষ্ঠান। সাক্ষী থাকলেন গৌরব-দেবলীনা, শ্রীমা, রিয়াজ, সায়করা। গাঁটছড়া পরিবারের পাশাপাশি দেখা মিলল শ্রীপর্ণার কড়ি খেলার নায়ক আনন্দকে। ছিলেন সৌরভ-ত্বরিতা, ধ্রুব সরকার, নীল চট্টোপাধ্যায়রা। টেলিপাড়ার নতুন কনে মিষ্টি সিং অর্থাৎ আঁচলের ভাদুও বর রেমোকে নিয়ে হাজির ছিলেন শ্রীপর্ণার বিয়ের আসরে।
গাঁটছড়া শেষের পথে। আপতত নতুন জীবন এনজয়করতে চান শ্রীপর♚্ণা। বিয়ের পর থাইল্যান্ড বা ভিয়েতনামে মধুচ𝓰ন্দ্রিমায় যেতে না ‘কড়ি খেলা’ খ্যাত শ্রীপর্ণা।