গলার সংক্রমণে আক্রান্ত র্যাপার মিকা সিং। যা🧸র ফলে বিশ্ব সফর বাতি♉ল করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন গায়ক। তবে তার ফলে মুখোমুখি হতে হচ্ছে গুরুতর আর্থিক ক্ষতির।
💎 মালয়েশিয়া, সিঙ্গাপুর, বালি, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় শো করার কথা ছিল মিকার। জানা গিয়েছে, পরের বছর সেগুলিকে স্থগিত করা হয়েছে। ‘আমাদের প্রায় ১২-১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে কারণ শোগুলি পরের দিকে ছিল৷ সিডি বাজিয়ে লাইভ শোয়ের নামে লিপ-সিঙ্ক করার পরিবর্তে শো♔ স্থগিত রাখা আমার মনে হয়েছিল বেশি গুরুত্বপূর্ণ, যা আজকাল অনেক গায়কই করে থাকে। এরকম করলে এতদিনের সব পরিশ্রম, নিজের জন্য কামানো নাম, মান-সম্মান সব শেষ হয়ে যেত।’, জানান মিকা।
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় রয়েছেন মিকা সিং বর্তমানে। ভারতে ফেরার অনুমতি পাননি ডাক্তারদের থেকে শারীরক কারণে। আরও পড়ুন: কোরিয়ান গ্লাস স্কিন চাইছেন? রান্নাঘরের ৫ উপকরণেই ফল 💞পাবেন হাতেনাতে
তবে মিকা জানালেন শো বাতিল করা নিয়ে তাঁর মনে কোনও আফশোস নেই। বরং তিনি ধীরে ধীরে সেড়ে উঠছেন। ‘শীঘ্রই রেকর্ডিং শুরু করব। ২৪ বছরের কেরিয়ারে এই প্রথম আমি আমার স্বাস্থ্যের কারণে আমার শো স্থগিত করেছি। আমি সবসময় খুব সতর্ক থাকি এবং অনেক সতর্কতা অবলম্বন করি, বিশেষ করে আমার গলার জন্য।’, আরও জানালেন মিকা। আরও পড়ুন: ৮.৫ মিলিয়ান ফলোয়ার্স, কিন্তু ইনস্টায় মাত্র ৩ জনকে ফলো করেন অಌরিজিৎ সিং