কিছুদিন আগেই একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছেন মিমি চক্রবর্তী। শুধুই কি তাই, যাদবপুরের তৃণমূল সাংসদ পদ থেকে পর্যন্ত তিনি ইস্তফা দিতে চেয়েছেন। তার জন্য ইতিমধ্যেই তিনি দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এসেছেন। লোকসভা ভোটের আগে তাঁর এই সিদ্ধান্ত দেখে অনেকেই বেশ অবাক হয়েছেন। জল্পনা দিন দিন আরও জোড়াল হচ্ছে যে আদৌ আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হিসে🍬বে দাঁড়াবেন তো🥂? বা ভোটের ময়দানে নামবেন তো? এই প্রশ্নগুলোর সদুত্তর এখনও মেলেনি। তবে মিমি চক্রবর্তীর এখন সম্পূর্ণ ফোকাস যে অভিনয়েই সেটা বলার অপেক্ষা রাখে না।
মিমি চক্রবর্তী রাজনীতি ছাড়ছেন?
মিমি চক্রবর্তী এখন তাঁর পুরোটা সময়ই অভিনয়কে দিতে চান। তিনি বিগত কয়েকদিন ধরে আলাপ🐭 ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। গতকাল অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি এই ছবিতে তাঁর অংশের শ্যুটিং শেষ হয়েছে।
আরও পড়ুন: বিশ্বমানের থ্রিলার বানাত𒆙ে আকাশছোঁয়া বাজেট ডন ৩ এর! কত দিয়ে তৈরি হচ্ছে রণবীরের ছবি?
তবে অভিনয়ের পাশপাশি তিনি কি আবারও রাজনীতিতেও মন দেবেন? এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, 'এখন কী হবে না হবে সেটা সম্পূর্ণ ভাবে সময় এবং পরিস্থিতির উপর নির্ভর করবে। এটা আমি আগেও জানিয়েছি। আবারও জানালাম।' তাঁর ক🐟থা অনুযায়ী, 'আমি যা বলি খুব ভেবে চিন্তেই বলি। কোনও সাময়িক মুহূর্তের আবেগের বশে কিছু বলি না। আর এখন আমি যাহা বলিব সত্য বলিব মুডে আছি একদম। আমার কাজের চাপ এখন খুব বেড়ে গিয়েছে। এই সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় অভিনয়কেই আমার গুরুত্ব দেওয়া উচিত।'
তবে রাজ্য রাজনীতিতে মিমিকে নিয়ে যে জল্পনা বা গুঞ্জন শোনা যাচ্ছে সেগুলো নিয়ে কিছুই বলতে চাননি তিনি😼। তবে সাফ কথা, 'যাঁর যা ইচ্ছে বলতে পারেন। বাকি উত্তর সময়ই দেবে।'
মিমি কিছুদিন আগেও জানিয়ে দিয়েছিলেন যে তিনি রাজনীতিক নন আর সেটা হতেও চান না। কিন্তু রাজনীতি করলে অনেকেই তা💮ঁকে গালাগাল করে থাকেন। কারও কোনও ক্ষতি না করেও সেসব শুনতে তিনি মোটেই রাজি নন বলেও জানিয়েছেন।
মিমির প্রজেক্ট
মিমির হাতে এখন ভরপুর কাজ। নতুন বছর পড়তে না পড়তেই দুটো ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে তাঁর। এদিকে সদ্যই শেষ করলেন আলাপ এর শ্যুটিংꦛ। তাছাড়া শোনা যাচ্ছে আগামীতে নাকি তাঁকে একটি বাংলাদেশি ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর বিপরীতে থাকবেন শাকিব খান।