পুনরায় কালো কোট পরে কোর্টরুমে হাজির মিমি। তাঁর সঙ্গে থাকছেন টোটা রায়চৌধুরীও। কয়েক মাস আগেই খবরটি প্রকাশ্যে এসেছিল, এবং তুমুল সাড়া ফেলেছিল এবার এই সিরিজটির ট্রেলার মুক্তি পেল। হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ। এটি হইচই সিজন ৭ এর অন্যতম বড় প্রজেক্ট বলা চলে। আসলে এই ওয়েব মাধ্যমের যুগে সিরিজ এবং ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট মানুষের বড়ই কাছের এবং পছন্দের হয় উঠেছে। আর মিমি চক্রবর্তী তাঁর এই প্রথম সিরিজের মাধ্যমে আবারও উকিলের চরিত্রে অবতীর্🐟ণ হতে চলেছেন। ফলে সবটা মিলিয়ে এই সিরিজ নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে।
‘যাহা বলিব সত্য বলিব’র ট্রেলার
২০০৭ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে এ🌞গোবে সিরিজের গল্প। সেই বছর ৩১ ডিসেম্বর ঘটে যাওয়া একটি ঘটনাই উঠে আসবে পর্দায়। এখানে অপরাধী এবং ভুক্তভোগী দুজনেই পুলিশ। এটি সম্পূর্ণ ভাবে একটি সত্য ঘটনার উপর ভিত্তি করেই বানানো হয়েছে বলে জানানো হয়েছে ট্রেলারে। আইসি তাপস সাহার আক্রান্তের ঘটনা দেখা যাবে এই ট্রেলারে। এখানে দেখা যাচ্ছে এই ঘটনাটি গোটা শহরকে নাড়িয়ে দিয়েছে। অপরাধীদের শাস্তি পাইয়ে দিতে মাঠে নামেন পৃথা রায় ওরফে মিমি চক্রবর্তী। তাঁর বিপরীতে পোড় খাওয়া উকিল জয়রাজ সিনহা থুড়ি সিংহ, ওরফে টোটা রায়চৌধুরী। এখন দেখার প▨ালা এই দুঁদে উকিলের সঙ্গে আইনি লড়াইয়ে এঁটে উঠতে পারেন কিনা সদ্য পাশ করা এই উকিল।
আরও পড়ুন: দাদাগিরির মঞ্চ♎ে সৌরভের ভাগ্য গণনা জ্যোতিষীর, বললেন, 'আপনিই আগামীতে...'
আরও পড়ুন: টুকটুক করে বক্স অফিসে হাফ সেঞ্চুরি স্যাম বাহাদুর🅘ের! ১০ দিনে কত আয় করল ভিকির ছবি?