কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজের বিয়ে নিয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়া! গত কয়েকদিন ধরে🥃ই সামাজিক মাধ্যমে ছয়লাপ তাঁরা। ৫৩ বছর বয়সী 💎অভিনেতাকে বিয়ের পিঁড়িতে বসতে দেখে, নেটমাধ্যমে নানা প্রতিক্রিয়া। ১৪ ফেব্রুয়ারি সই-সাবুদ করে আইনি মতে এক হয়েছিলেন তাঁরা। এরপর ২ মার্চ করেন সামাজিক বিয়ে। লাল বেনারসিতে কনে, সাদা-লাল পঞ্জাবি বরের। একাবের নেচে, চুমু খেয়ে, কবজি ডুবিয়ে মটন খেয়ে চার হাত এক হয়।
৬ মার্চ ছিল কাঞ্চন আর শ্রীময়ীর বিয়ের রিসেপশন। টলিউড থেকে গুটি কয়েক সেলেব্রিট♚িকে দেখা গেল এদিন। সেই তালিকায় ছিলে꧃ন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রদাস-নন্দিতা, মিমি চক্রবর্তী।
আরও পড়ুন: ‘মিডিয়া, বডিগার্ডꦅ ও ড্রাইভারদের প্রবেশ নিষেধ’, ব🏅োর্ড কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে, হচ্ছে নিন্দে
মিমি 🍨আর কাঞ্চন আপাতত একই দলের হয়ে কাজ করছেন। দুজনেই ভোটে দাঁড়িয়েছেন। দেখা গেল, কাঞ্চনের বিয়েতে এসে বেশ উৎফুল্ল মিমি। একগোছা গোলাপ এনেছিলেন নব দম্পতির জন্য উপহার হিসেবে! আর সেখান ♊থেকে একটি গোলাপ নিয়ে প্রথমে গুঁজতে যান তৃণমূল বিধায়কের কানে। তারপর অবশ্য গুঁজে দেন শেরওয়ানির পকেটে। এরপর একটা ছবিতে মিমির গাল টিপেও আদর করতে দেখা যায় কাঞ্চনকে। বেশ মস্তির মুডেই ধরা পড়লেন দুজনে।
আরও পড়ুন: ৫৩ বছর বয়সে ছাদনাতলায় বাবা! কাঞ্𝓡চন-শ্রীময়ীর বিয়ের ভিডিয়ো দেখে কী বলছে ছেলে, জ🐬ানালেন পিঙ্কি
তবে কাঞ্চন আর শ্রীময়ীর রিসেপশন নিয়ে তৈরি হয়েছে জোরালো বিতর্ক। দেখা গিয়েছে, রিসেপশন ভেন্যুর বাইরে লা🐭গানো একটি বোর্ড। যেখানে বর ও কনের নাম লেখার সঙ্গে, লেখা রয়েছে বিশেষ একট🎶ি নির্দেশ। আর সেই নির্দেশ হল, ‘মিডিয়া, বডিগার্ড ও ড্রাইভারদের প্রবেশ নিষেধ’। আর সেই ছবি চারিদিকে ছড়িয়ে পড়তেই উঠছে কাঞ্চন আর শ্রীময়ীকে বয়কটের ডাক! এই বোর্ড মনে করাচ্ছে ইংরেজ শাসনে যেমন অনেক রেস্তোরাঁর বাইরে লেখা থাকত, ‘ভারতীয় ও কুকুরদের প্রবেশ নিষেধ’।
আরও পড়ুন: আরও পড়ুন: ৯০ টাকায় মটন খাইয়ে কালী টক্কর দেন নন্দিনীকে! চ💝োখে জল এনে বললেন, ‘পয়সা দিত না…’
১০ জানুয়ারি স্ত্রী পিঙ্কি বন্দ্যো🌟পাধ্যায়ের থেকে ডিভোর্স পান কাঞ্চন মল্লিক। বেশ মোটা অঙ্ক অবশ্য খরচ করতে হয়েছে তাঁকে। ৫৬ লাখ টাকা দিয়েছেন অভিনেতা তাঁর দ্বিতীয় স্ত্রী ও ১০ বছরের ছেলের ভরণপোষণের জন্য। পিঙ্কি সংবাদমাধ্যমকে জানি⛦য়েছেন, কাঞ্চন ও শ্রীময়ীর নতুন সংসার সুখের হোক, সেই কামনাই তিনি করেন। তিনি আর তাঁর ছেলে খুব খুশি একে-অপরের সঙ্গে।