অক্ষয় কুমার এবং পরিণীতি চোপড়ার মিশন রানিগঞ্জ মুক্তি পেয়েছে শুক্রবার ৬ অক্টোবর। এর আগে ১১ অগস্ট বক্স অফিসে এসেছিল ওএমজি ২। ছবি ১৫০ কোটির উপর রোজগার করে বক্স অফিসে। বহুদিন পর হিটের মুখ দেখেন খিলাড়ি কুমার। এদিকে দর্শক এবং সমালোচক উভয়ের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেল মিশন রানিগঞ্জ। শুরুটাও হল বেশ ঢিমেতালে। sꦐacnilk.com-এর রিপোর্ট অনুসারে, প্রথম দিনে ছবির ব্যবসা মাত্র ২.৮ কোটি
জানা যাচ্ছে, শুক্রবার সামগ্রিকভাবে হিন্দি বাজারের ১১.৮৩% দখলে ছিল মিশন রানিগঞ্জ-এর। সকালের শোগুলির দখল ছিল ৯.৮৪%, রাতের শোগুলিতে তা বেড়ে ১৮%-এর কাছাকাছি হয়। এখন দেখার শনি ও রবিবারে বাড়ে কি না অক্ষয়ের ছবির আয়। নাকি, ফের একবার ফ্লপের খাতায় নাম ঢুকে যায় খিলাড়ির। আরও পড়ুন: ‘বয়স হলে ওজন বাড়বেই’! ফোটোশপে নিজেকে রোগཧা করার চেষ্ট🐈া, ট্রোলের মুখে ঐশ্বর্য
মিশন রানিগঞ্জ-কে বক্স অফিসে টক্কর দিচ্ছে থ্যাঙ্ক ইউ ফর কামিং। এই ছবির বক্স অফিসে আয় আরও কম। শুক্রবার মাত্র ৮০ লক্ষ টাকা আয় করল ছবিখানা। আরও পড়ুন: হাল বেহাল জওয়ানের, মাত দিচ্ছে ফুকরে ৩! ৩০ নম্বর দিনে এসে কত আয় শাহরুখের✃ সিনেমার?
১৮৯৯ সালের ১৩ নভেম্বরের ভয়াবহ গল্প উঠে এসেছে মিশন রানিগঞ্জে। যখন হঠাৎ জল ঢুকে বন্ধ হয়ে ভূগর্ভে থাকা খনির বড় অংশে। আটকা পড়েন ৭১ জন কর্মী। সেই সময় ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল। খনির উপর থেকে বোরহোল করে ‘ক্যাপস🍬ুল’ নামিয়ে চালানো হয়েছিল উদ্ধারকার্য। এই যশবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে পরিণীতি চোপড়া।
ক🌼্যাপসুল ঢুকিয়ে উদ্ধারকাজ প্রথম হয়েছিল সেবারই। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে সেদিন মানুষগুলোর প্রাণ বাচিয়েছিলেন যশবন্ত সিং গিল। সেদিনের উদ্ধারকার্যে শুধু নেতৃত্বই দেননি তিনি, নিজে নীচে নামেন। সবার শেষে উপরে উঠেছিলেন সবাইকে সুস্থভা🍬বে প্রিয়জনদের কাছে ফিরিয়ে দিয়ে। যদিও চারজনকে বাঁচানো যায়নি। রিয়েল লাইফের এই হিরোকে নিয়েই অক্ষয় কুমারের সিনেমা।
এদিকে, শুক্রবার শাহরুখ খানের জওয়ান আয় করে মাত্র ১.৩০ কোটি। আর হাসির ছবি ফুকরে ৩-এর আয় ২.২০ কোটি। সেই হিসেবে শুক্রবার সবচেয়ে বেশি ব্যবসা করেছে অক্ষয়ের সিনেমাই। তবে ব্যবসার অঙ্ক না বাড়লে পড়ে হতে পারে সমস্যা।🦩