জি বাংলার বর্তমানের অন্যতম হিট মেগা সিরিয়াল হল মিঠিঝোরা। টিআরপিতেও ভালো ফল করছে এই ধারাবাহিক। কিন্তু সম্প্রতি চরম কটাক্ষের মুখে পড়তে হল এই ধারাবাহিককে। কিন্তু কী এমন দেখানো𓄧 হল এই সিরিয়ালে?
ট্রোলের মুখে মিঠিঝোরা
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি চরম ট্রোলের মুখে পড়তে হল মিঠিঝোরা ধারাবাহিককে। এটা প্রথম নয়। আগেও বহুবার, বহু সময় নানা সিরিয়ালকে কটাক্ষ সইতে হয়েছে। বেফাঁস কিছু দেখানো হলেই এই সোশ্যাল মিডিয়ার যুগে মোটেই কেউ ছেড়ে কথ🐻া বলেন না। কিন্তু ভাবছেন এবার কেন মিঠিঝোরাকে কটাক্ষ সইতে হল? সেখানে একটি নতুন ই-কমার্স কোম্পানি🦹র নাম দেখা গেল, সেই কোম্পানির নাম আবার রাখা হয়েছে জোমাটো এবং আমাজনের নাম মিশিয়ে! সেটা দেখেই হেসে কূলকিনারা পাচ্ছেন না নেটিজেনরা।
আরও পড়ুন: 'একটা ক্ষুদ্রতম হার্টবিট...' সংসাꦛরে নতুন সদস্য আসার খবর! মা-বাবা হচ্ছেন🐻 রিচা চাড্ডা - আলি ফজল
এদিন এক ব্যক্তি ধারাবাহিকের এই মুহুর্তের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে নায়কের হাতে ই-কমার্স কো🥂ম্পানির একটি পার্সেলের প্যাকেট। সেই প্যাকেটে লেখা জোমাজন। এটা দেখেই মজা পেয়েছেন সবাই। যে ব্যক্তি এটি শেয়ার করেছেন তিনি সেট𓂃া শেয়ার করে লেখেন, 'জোমাটো আর আমাজন ডট কমের পরকীয়ায় তৈরি হল নতুন সন্তান, নাম Zomazon।'
নিমেষে ভাইরাল হয়ে যায় এই পোস্ট। হাজার বারের বে🌌শি শেয়ার হয়েছে এটি। পেয়েছে বহু লাইক এবং কমেন্ট।
আরও পড়ুন: 'যা বলেছে ঠিক নয়', প্রাক্তন প্রেমিকা মিথ্যেবাদী𒅌! সুরাকে বিয়ের পর জর্জিয়ার বিষয়ে কী জানালেন আরবাজ?
আরও পড়ুন: মেয়ের সঙ্গে শামিকে দেখাই করতে দেন না হাসিন! ক্রিকেটারের কথায়, 'খুব কম কথা হয়, 𒈔কিন্তু কে আর...'
কে কী বলছেন?
এক ব্যক্তি যিনি এই পোস্ট শেয়ার করেছেন🗹 তাঁর উদ্দেশ্যে লেখেন, 'তুই পারিসও। খুব বাংলা সিরিয়াল দেখছিস মনে হচ্ছে।' আরেকজন লেখেন, 'আলাদা লেভেলের ক্রিয়েটিভিটি তো!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কালকেই দেখলাম। মাকেও দেখালাম। যাত🙈া পুরো।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'কপিল শর্মার জুইগ্যাটো থেকে অনুপ্রাণিত মনে হয়।'
প্রসঙ্গত এর আগেও জি বাংলার আরেক মেগা চরম কটাক্ষের মুখে পড়েছিল। তখন নিম ফুলের মধু ধারাবাহিকে দেখানো হয়েছিল দত্ত বাড়ির লোকজন ফ্রিজে জুতো রাখছে। সেটা নিয়েও বহুদিন🐟 নানা মিম দেখা গি♏য়েছিল সোশ্যাল মিডিয়ায়।