অঝোরে কাঁদছেন প্রকাশ্যেই। হঠাৎ এমন একটি ইনস্টাস্টোরি পোস্ট করেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। কী আবার ঘটল? অভিনেত্রীকে দেখে উদ্বিগ্ন অনুরাগীরা। ম্রুণাল ইনস্টাগ্রাম স্টোরিজে লিখেছেন, ‘গতক𒅌াল কঠিন ছিল। কিন্তু আজ আমি শক্তিশালী, অভিজ্ঞ এবং সুখী! প্রত্যেকেরই জীবনের গল্প থাকে, হয়ত তারা সেগুলি প্রকাশ্যে বলেন না, আমি বলছি, যাতে সেটা থেকে কেউ শিখতে পারেন।’
ম্রুণাল আরও লেখেন, 'একবারে একদিন সময় নিচ্ছি! এদিনের জন্য নিষ্পাপ এবং দুর্বল হওয়া অসুবিধা নেই।' ম্রুণালকে এভাবে দেখে নানান রকম মন্তব্য করেছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘নিশ্চয় কোনওকারণে দুঃখ পেয়েছেন।’ কারোর প্রশ্ন, ‘উনি হয়ত কোনও কারণে মানসিকভাবে বিপর্যস্ত’। কারোর কথায়, '🌃যাক সব ঠিক হয়ে যাবে', কারোর মন্তব্য, ‘তিনি একজন ভাল অভিনেত্রী এবং ভাল চিত্রনাট্যের দাবিদার।'
আরও পড়ুন-'দুঃখ দিয়ে থাকলে ক্ষমা করবেন', ভোলবদ❀লে এব🍷ার 'শত্রু' দের কাছে ক্ষমা চাইলেন কঙ্গনা
আরও পড়ুন-শাহরুখের প্রশংসা, নিজের দেশে ♍তীব্র আক্রমণের মুখে পাকিস্তানি অভিনেত্রী মা💞হিরা খান
২০১২ সালে টিভি শো ‘মুজসে কুছ কেহতি...ইয়ে খামোশিয়াঁ’ দিয়ে ম্রুণাল ঠাকুর তাঁর অভিনয় জীবন শুরু করেন। পরে ‘কুমকুম ভাগ্য’র মাধ্যমে পরিচিতি পান। পরবর্ত♏ী সময়ে ২০১৮৮ সালে ‘লাভ সোনিয়া’র হাত ধরে বলিউডে পা রাখেন। পরে ‘সুপার 30’, ‘বাটলা হাউস’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘তুফান’ এবং ‘ধামাকা’-র মতো ছবিতে অভিনয় করেছেন। কাজ করেছেন মারাঠি এবং তেলুগু ছবিতেও।
শাহিদ কাপুরের সঙ্༺গে তাঁর শেষ হিন্দি ছবি ছিল ‘জার্সি’। যদিও সেট🌊ি বক্স অফিসে ভালো ফল করতে পারেনি। অভিনেত্রীর শেষ তেলুগু ছবি ‘সীতা রামম’ সুপার হিট, যেখান তাঁর বিপরীতে ছিলেন দুলকার সলমন। সম্প্রতি অক্ষয় কুমার এবং ইমরান হাশমির ছবি 'সেলফি'তেও একটি গানে উপস্থিত ছিলেন তিনি। যেটি হল ‘কুড়ুিয়ে নি তেরি ভাইব’, রাজ মেহতা পরিচালিত এই ছবি ২৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
খুব শীঘ্রই ঈশান খট্টরের বিপরীতে ওয়ার ড্রামা♏ পিপা-তে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে। আদিত্য রায় কাপুরের সঙ্গে ক্রাইম থ্রিলার ‘গুমরাহ’তেও রয়েছেন তিনি, যেটি ৭ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে। এটি ২০১৯-এ মুক্তি পাওয়া তামিল হিট অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র থাদাম-এর অফিসিয়াল হিন্দি রিমেক।