মিউজিক্যাল রিয়েলিটি শো সা রে গা মা পা (হিন্দি) এর নতুন সিজন আসছে। এর জন্য মঞ্চ তৈরি করা হয়েগিয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুসারে নির্মাতারা বিচারক এবং সঞ্চালক চূড়ান্ত করার প্রক্রিয়ায়ও ইতিমধ্যেই শেষ করে ফেলেছে🦹। প্রত্যেকটি রিয়েলিটি শোয়ে একটি বিষয়ের দিকে নজর দেওয়া হয় সেটি হল বিচারক নির্বাচন। রিয়েলিটি শোগুলোর ক্ষেত্রে নির্মাতারা চেষ্টা করেন প্রতিবার নতুন নতুন বিচারক আনার বা অন্তত বিচারক প্যানেলে কিছু হলেও নতুন মুখ রাখার। আর সা রে গা মা পা-এর নতুন সিজনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।
খবর, এবার এখꦿানে বিচাকর হিসেবে দেখা যাবে মিউজিক কম্পোজার জুটি শচীন- জিগারকে (শচীন সাংঘভি এবং জিগার সারাইয়া)। তাছাড়াও সুরকার, গায়ক তথা গীতিকার মিথুন শর্মাকেও এই অনুষ্ঠানে বিচারক হিসেবে আনার জন্য নাকি নির্মাতারা তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন।
আরও পড়ুন: পরপর ফ্লপ ছব🌳ি! অবসর নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানাল꧅েন আমির খান
অনুষ্ঠানের সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানান, 'ডান্স ইন্ডিয়া ড্যান্সের মতো, সা রে গা মা পা আমাদের ফ্ল্যাগশিপ শো। এর উভয়ের সঙ্গে যুক্ত হওয়ার পরে অনেক শিল্পী আরও বেশি করে জনপ্রিয়তা অর্জন 🍰করেছেন। আর তাই আমারা প্রতিবছরে চেষ্টা করি নতুন করে এই শোটিকে সাজাতে, একটা নতুন রূপ দিতে। আত এবার আমদের বিশেষ চমক হল দুজন করে বিচারক জুটি বাঁধবেন।
'আমাদের বোর্ড থেকে গীতিকার, গায়ক-গায়িকাদের জুটিতে বিচারক হিসাবে র🌟াখার জন্য যখন আলোচনা করা হয়, তখনও আমরা দু'জনের সঙ্গেই যোগাযোগ করি, আর অতি অবশ্যই তাঁদের যে যৌথভাবে বিচারক আসনে থাকতে হবে তার জন্য কথা বলে স্বাক্ষর করাই। তবে অবশ্যই শুধু মাত্র একটি সিজনের জন্য। পাশাপাশি এটাও বলা হয়েছে যে বিচারকদের অন্যতম একটি কাজ হবে নিজের দলে কিছু প্রতিযোগীকে আলাদা করে রেখে তাঁদের পরামর্শ দেওয়া। এই নতুন ফর্ম্যাটে বিচারকরাও একে অপরের বিরুদ্ধে লড়াই করবেন।'
আরও পড়ুন: লিঙ্গভেদ দূর করতে স্ত্রীয়ের পরামরಞ্শে CJI ডিওয়াই চন্দ্রচূড় কোন পদক্ষেপ নিলেন?
প্রসঙ্গত, অনুষ্ঠানের শেষ সিজনে বিচারক ছিলেন হিমেশ রেশমিয়া, অনু মালিক এবং নীতি মোহন এবং হোস্ট হিসেবে ছিলেন আদিত্য নারায়ণ। অ্যালবার্ট কাবো লেপচা শেষ সিজনে বিজয়ী হয়েছিলেন। ২০২২ বিচা꧟রক ছিলেন শঙ্কর মহাদেবন, অনু মালিক এবং নীতি মোহন, হোস্ট হিসাবে ভারতী সিং। সে বার জেটশেন দোহনা লামা বিজয়ী হন। তার এক বছর আগে, নীলাঞ্জনা রায় জিতেছিলেন, সেই সিজনের বিচারক ছিলেন হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানি এবং শঙ্কর মহাদেবন। ২০২০ সালে সা রে গা মা পা ল'ইল চ্যাম্পস হয়েছিল। সেখানে বিচারক হিসেবে ছিলেন অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ, কুমার সানু, হিমেশ রেশমিয়া এবং জাভেদ আলি। সেই বার শোཧ হোস্ট করেছিলেন মনীশ পল। আরিয়ানন্দ আর বাবুকে সেই মরসুমের বিজয়ী ঘোষণা করা হয়েছিল।