ফের একবার মুঘলদের স্তুতি শোনা গেল বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহর গলায়। সম্প্রতি ‘তাজ–ডিভাইডেড বাই ব্লাড (Taj – Divided by Blood) ওয়েব সিরিজে ‘মুঘল সম্রাট’ আকবরের চরিত্রে দেখা গিয়েছে বর্ষীয়ান নাসিরুদ্দিন শাহকে। সেই ওয়েব সিরিজের🔯 প্রচারেই বিভিন্ন সাক্ষাৎকারের মুখোমুখি হচ্ছেন অভিনেতা। সম্প্রতি বলিউড হাঙ💫্গামাকে দেওয়া সাক্ষাৎকারে মুঘলদের নিয়ে কথা বলেছেন তিনি।
নাসিরুদ্দিন শাহর কথায়, ‘মুঘলদের কথা সারা বিশ্ব জানে। এটি এখন ইংরাজি, আমেরিকান শব্দও হয়ে গিয়েছে মুꦏগল। বর্তমান সময়ে তাঁদের ছুঁড়ে ফেলা সুবিধাজনক, এতে সমস্ত মুসলিমদের এক রঙে রাঙানো যায়। ওরা দাবি করে, মুঘলরা লুঠ করেছে, মন্দির ধ্বংস করেছেন, ওদের অনেক স্ত্রী আছে। এছাড়া এই ওই সেই…। কিন্তু আসলে প্রত্যেক রাজাই এটা করেছে। আলেকজান্ডার তো গোটা ইরানকেই ধ্বংস করেছিল। অথচ বলা হয় আলেকজান্ডার দ্য গ♏্রেট। এদিকে ইরানে কিন্তু তাঁকে বলে ‘দুই শিংওয়ালা আলেকজান্ডার, অর্থাৎ শয়তান। তিনি জরথুষ্ট্র সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন কারণ তারা ইরানি রাজার পক্ষে ছিল। সমস্ত ধনসম্পদ, ঐতিহ্য সব শেষ করে দিয়েছিলেন।’
আরও পড়ুন-'মুসলিমদের ঘৃণা করাই আজকাল ফ্যাশান, শিক্ষ♐িতরাও করছেন', বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ
আরও পড়ুন-প্রোপাগান্ডা ছবি হচ্ছে, কারণ শিল্পীরা আজ ভীত, ওঁদের সৎ সাহসের বড়ই অভাব: নাꩵসি♋রুদ্দিন শাহ