সম্প্রতি মুক্তি পেয়েছে নেহা ধুপিয়া অভিনীত ‘আ থ💟ার্সডে’। এই সাসপেন্স-থ্রিলারে এক প্রেগন্যান্ট পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলেছে নেহার। আশ্চর্যের বিষয় হল নেহা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় এই ছবির চিত্রনাট্য পালটে ফেলেছিলেন পরিচালক বেহ্জাদ খাম্বাটা। জানিয়েছিলেন, ‘কেন পুলিশ কি প্রেগন্যান্ট হয় না?’ অন্তঃসত্ত্বা পুলিশের চরিত্রে নেহার দুর্দান্ত অভিনয় প্রশংসা কুড়োচ্ছে সর্বত্র।
একদিকে যেমন ‘আ থার্সডে’ নির্মাতাদের প্রশংসা করেছেন অভিনেত্রী, তেমন আক্ষেপও ঝরে পড়েছে তাঁর গলায়। কারণ প্রেগন্যান্ট হওয়ার জন্যই তাঁকে একাধিক কাজ হারাতে হয়েছে। এক সাক্ষাত্কারে অভিনেত্রী জানান, ‘অন্তঃসত⛦্ত্বা হওয়ায় আমি কখনওই কোনও শারীরিক অসুবিধার সম্মুখীন হইনি। কাজ করে গিয়েছি। অন্তঃসত্ত্বা হওয়ার আগে বেশ কিছু প্রোজেক্টের অংশ ছিলাম। কিন্তু আমার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই আমাকে বাদ দেওয়া হয়েছে সেই প্রোজেক্ট থেক꧂ে।’ নেহা মনে করেন গর্ভবতী অভিনেত্রীদের শরীরে বেশকিছু পরিবর্তন আসে, সেইকারণেই বেশিরভাগ ক্ষেত্রে কাজ হাতছাড়া হয়।
গত বছর অক্টোবর মাসে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নেহা। চলতি বছরের শুরুতেই ছেলের নাম প্রকাশ্যে আনেন অভিনেত্রী। নেহা-অঙ্গদের দ্বিতীয় সন্তানের নাম গুরিক (Guriq)। ২০১৮ সালের ১০ꦏ মে অভিনেতা অঙ্𝄹গদ বেদীকে বিয়ে করেন নেহা। বিয়ের আগেই গর্ভবতী ছিলেন অভিনেত্রী। বিয়ের পাঁচ মাসের মাথায়, নভেম্বর মাসে জন্ম হয় অভিনেত্রীর মেয়ে মেহেরের।
'আ থার্সডে'-এর প্রস্তাব দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার আগেই পেয়েছিলেন নেহা। নেহার জবানিতে, ‘দ্বিতীয়বার লকডাউনে ফের প্রায় সবকিছু বন্ধ হয়ে গেল। শ্যুটিং তো বটেই। আমিও ওই সময়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লাম। তবে পরিচালককে নিজের এই অবস্থার কথা জানিয়ে বলেছিলাম যে সে এখনও আমাকে তাঁর ছবিতে নিতে চায় কি না? শোনামাত্রই বেহজাদের পাল্টা জবাব ছিল অবশ্যই নেব। এমন তো নয় যে মহিলা পুলিশকর্মীরা গর্ভধারণ করেন না। এরপর নানান দিক সামলে ঠিক আমাকে নিয়ে এবং আমার সুবিধামতো ছবির কাজ করিয়েꦯ নিয়েছিল ও’।
'আ ♑থার্সডে' ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ইয়ামি গৌতম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, নেহা ধুপিয়া, অতুল কুলকার্নি এবং করণবীর শর্মা-কে।