'ফ্রি সেক্স'-এ বিশ্বাসী ওশো ওরফে রজনীশ ওরফে শ্রী চন্দ😼্রমোহন জৈন ছিলেন অন্যতম বিতর্কিত এক ব্যক্তিত্ব। ‘সম্ভোগেই মুক্তি’— বাণীতে সাতের দশকে পুরো পৃথিবীকে চমকে দিয়েছিলেন ওশো। নিজেকে 'স্♒পিরিচুয়াল প্লে বয়' বলেও উল্লেখ করতেন। তাঁর আশ্রমে চলত আবাধ যৌনতা। সেই ওশোরই ব্যক্তিগত সচিব ছিলেন শীলা। গুজরাটের মেয়ে শীলা আম্বালান প্যাটেলই ওশোর আশ্রমে পরিচিত ছিলেন মা শীলা নামেই। ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ওশোর সঙ্গেই থেকেছেন। কীভাবে গুজরাটের এক সাধারণ মেয়ে হয়ে উঠেছিলেন ওশোর ব্যক্তিগত সচিব, তা-ই জানা যাবে এই তথ্যচিত্রে।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘সার্চ𒁏িং ফর শীলা’-র ট্রেলার। যা শুরুই হচ্ছে ওশোর একটি ক্লিপিংস দিয়ে, ‘যে অপরাধ করে না, সে এভাবে পালায় না’! এরপরই রয়েছে শীলার ভারতে ফিরে আসার ফুটেজ, সঙ্গে ভয়েসওভার ‘হ্যাপি হোমকামিং শীলা’। তাঁর বিরুদ্ধে ওঠা&ღnbsp;প্রতারণা ও হত্যার চেষ্টার অভিযোগ মিথ্যে বলেই দাবি করা হয়েছে। ট্রেলারে রজনীশের একটি ফুটেজও রয়েছে, যেখানে রজনীশ বলেন, ‘সে হত্যাকারী। সে যেসব অপরাধ করেছে তার জন্য সে সারাজীবন কষ্ট পাবে।’
শীলা-র জীবন বিতর্কে মোড়া। ১৯৮৪ সালে আমেরিকার ওরেগ প্রদেশে বায়োটেরর অ্যাটাকে দোষি প্রমাণিত হন তিনি। জেল হয় তাঁর। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সালাদ বার ও রেস্তোরাঁয় বিষ মেশানোর অভিযোগ ওঠে তাঁর ওপর। সেই সময় শীলার দিক💧 থেকে মুখ ফিরিয়ে নেন রজনীশও।
এবার এই বহু পুরনো রহস্যের জট খুলতে আসছে নেটফ্লিক্স। এক ঘণ্টার এই তথ্যচিত্রে শীলার সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক বরখা দত্ত। ভয়েসওভারে শোনা গিয়েছে করণ জোহরের গলার আওয়াজও। ২২ এপ্রিল মুকﷺ্তি পাবে ‘সার্চিং ফর শীলা’।