উদ্যোক্তা ও গায়ক নির্বাণ বিড়লার সঙ্গে সম্প্রতি ঘনিষ্ঠ হয়ে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী আমিশা প্যাটেল। যে ছবিটি কিনা দুবাইতে তোলা হয়েছিল। আর তারপর থেকে আমিশার সঙ্গে নির্বাণ বিড়লার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ক্রমে বাড়ছিল আমিশা-নির্বাণের সম্পর্ক নিয়ে চর্চা। অবশেষে মুখ খুললেন নির্বাণ বিড়লা।
ঠিক কী বলেছেন এই শিল্পপতি তথা গায়ক?
নির্বাণ বিড়লা বলেন, ‘আমিশা ও আমি ডেটিং করছি না। উনি আমাদের পারিবারিক বন্ধু। আমার বাবাকে উনি স্কুল জীবন থেকেই চেনেন। আমিশা আমার মিউজিক অ্যালবামের জন্য শুটিং করছিলেন। সেসময় আমরা দুজনেই দুবাইতে ছিলাম, তখনই ছবিটা তোলা হয়।’
প্রসঙ্গত, গত বছর( ২০২৪) নভেম্বরে ছবিটি পোস্ট করেছিলেন আমিশা প্যাটেল। যে ছবিতে তাঁকে জড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছিল নির্বাণ বিড়লাকে। ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশানে লেখেন, ‘দুবাই-সুন্দর একটা সন্ধ্যা, আমার প্রিয় নির্বাণ বিড়লার সঙ্গে…।’ আর আমিশার এই পোস্টের পরই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।