সিনেপ্রেমী বাঙালিদের জন্য সুখবর। প্রায় দু'দশক পর খুলেছে ঐতিহ্যবাহী গ্লোব, তাও এক্কেবারে নতুন ঝাঁ চকচকে রূপে সেজে। আর এই খবরে উচ্ছ্বসিত সিনেপ্রেমী বাঙালি। রবিবার গ্লোব সিনেমাহলের নতুন পথ চলার শুরুতে হাজির ছিলেন সুপারস্ট🌊ার দেব, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়রা। সেখান থেকে তাঁরা নিজেরাই পুজোর ছবি 'টেক্কা'র টিকিট বিক্রি করেন। পুজোয় দুটো স্ক্রিনে গ্লোব সিনেমায় চলবে বাংলা ছবি 'টেক্কা', 'বহুরূপী' ও 'শাস্ত্রী'। লিন্ডসে স্ট্রিটের একসময়ের সেই জনপ্রিয় গ্লোব খোলায় অনেকেই খুশি।
আর এই নতুন রূপে সেজে গ্লোব খোলার পিছনে যাঁরা রয়েছেন তাঁরা হলেন এসএসআর সংস্থার কর্ণধার ও অজন্তা সিনেমার মালিক এবং পরিবেশক শতদীপ সাহা। তবে শুধু গ্লোবই নয় শতদীপের ইচ্ছাটা আরও অনেক বড়। শতদীপ আনন্দবাজারকে জানান বন্ধ হয়ে ꦅযাওয়া ইলোরা, নটরাজ, চিত্রা, প্রেক্ষাগৃহও খোলার পরকল্পনা করেছেন তিনি।
আরও পড়ুন-‘আমি আমার স্বামীর জীবনটা কত꧟ট🔥া হেল করে দি, সেটাও দেখতে পাবেন’ হঠাৎ কেন এমন বললেন ঋতাভরী?
শতদীপের কথায় তিনি ১০০টি বন্ধ হয়ে যাওয়া প্রেক্ষাগৃহ খুলতে চান। এই তালিকায় রয়েছে তাঁর বাবার খোলা ইলোরা হলটি। শতদীপ জানান, উত্তর কলকাতার একাধিক সিনেমাহল বন্ধ হয়ে রয়েছে। যার মধ্যে রয়েছে রাধা, মিত্রা, দর্পণা, রূপবাণী। যদিও এরমধ্যে রাধা ছাড়া বাকি প্রেক্ষাগৃহগুলি ভেঙে শপিং মল হয়ে গিয়েছে, তাই এগুলির ক্ষেত্রে কিছু করার নেই বলে জানান শতদীপ🌸। এমনকি রাধা সিনেমাহলের একতলায় শপিং মল হয়েছে, তবে প্রেক্ষাগৃহের বারান্দাটি এখনও রেখে দেওয়া হয়েছে, তবে সেখানে ঢোকার কোনও দরজা নেই, তাই সেটা পুননির্মাণ করাও মুশকিল।