‘বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া, কী একখান গান বানাইসে’, মঞ্চে তখন বাজছিল এমনই একটা গান। আর সেই গানেই নৈহাটি কলেজে গিয়ে জমিয়ে নাচলেন নুসরত, সঙ্গী যশ। ভাবছেন তো এটা আবার কী গান? কখনও তো শুনি নি! আর এমন ভাবা মাত্রই নিশ্চয় google সার্চ করতে শুরু করেছেন? তাহলে খোলসꦇা করেই বলা ভালো…।
আসলে ‘কী একখান গান বানাইসে’ গানটি যশ-নুসরতের প্রযোজনা সংস্থার প্রথম ছবি 'মেন্টাল’-এর। গানটি শুনেই নিশ্চয় বুঝেছেন এটি গেয়েছেন মিকা সিং ও ইমন চক্রবর🗹্তী। গানটির গীতিকার রজত ও বাদল। সুর দিয়েছেন কেশব দে। আর এই গানের সঙ্গে নৈহাটি কলেজে গিয়ে বুধবার জমিয়ে নাচেন যশ-নুসরত। মেন্টাল ছবির প্রচারেই সেখানে গিয়েছিলেন তারকা দম্পতি।
বুধবার নৈহাটির RBC কলেজে গিয়ে 'কী একখান গান বানাইসে’ গানে শুধু নিজেরাই নাচলেন না, মঞ্চে বেশকয়েকজন ক🦋লেজ পড়ুয়াকে ডেকে নিয়ে নাচের স্ট🥂েপও শেখাতে দেখা গেল যশ-নুসরতকে। এদিন তাঁদের দেখতে উপচে পড়েছিল ভিড়।
আরও পড়ুন-মেয়ে ইরার বিয়ে, প্রথম স্ত্রী রিনার সামনেই কিরণের গালে চুমু আমি🎶রের, নেটপাড়া বলছে…
আরও পড়ুন-ইরা-নূপুরের বিয়ের বিশেষ মেনু ফাঁস করলেন হোটেলের বাবুর্চি, ছিল ক্যালোরি হী💎ন চকোলে♓ট!
‘মেন্টাল’ছবির এই গান শুনলেই বেশ বোঝা যায়, মশালা বাণিজ্যিক ছবির ধাঁচেই এই গানের কথাগুলি লেখা হয়েছে। যেমন গানের কথওায় রয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কি/ আজকে তোকে দেখে বুকে জ্বলছে জোনাকি/ প্রেমের পাখি দিচ্ছে উকি আয়রে ছুটে আয়/ তোর চোখের ওই দাবানলে পুড়তে এ মন চায়।….বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া, কী একখান গান বানাইসে'। ২জানুয়ারি মুক্তি পেয়েছে 'মেন্টাল'-এর এই গান। তবে গানের কথা ও সুরে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। অনেকেই যেমন গানটি পছন্দ করেছেন। তেমন কারোর আবার এধরনের গান মোটেও পছন্দ হয়নি।