এসো মা লক্ষ্মী, বসো ঘরে….। রবিবার ছিল কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলা জুড়ে এদিন পূজিত হয়েছেন ধনদেবী। সাধারণ মানুষের পাশাপাশি রুপোলি দুনিয়ার তারকারাও এদি🍌ন ব্যস্ত ছিলেন মা লক্ষ্মীর আরাধনায়🌸। তেমনি ওমের সঙ্গে বিয়ের পর শ্বশুরবাড়িতে (অবাঙালি) এসে প্রথম লক্ষ্মীপুজো শুরু করেন মিমি।
কেমন কাটল এই বছর ওম সাহানি, মিমি দত্তর লক্ষ্মী পুজো? শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, আত্মীয়েরা সকলেই উপস্থিত ছিলেন মিমির এই পুজোতে। সকলের সাহায্য নিয়ে ঘরোয়া আয়োজন পুজো করেছেন এই টলি দম্পতি। আরও পড়ুন: আসল নাম কোয়েল নয়! ১৯ বছরের কেরিয়ারে আর কী কী গোপন করেছেন অভিনেত্রী
পুজোর শেষে লক্ষ্মীর পাঁচালিও পড়েছেন মিমি। ছোট থেকেই মা-কে দেখে পুূজোর কাজ শেখা তাঁর। মায়ের কাছ থেকে নিয়ম জেনে জ🦹েনে প্রতি বছর এখন পুজোর আয়োজন করেন অভিনেত্রী।
পুজোর কাজে হাত লাগান ওম-ও। তাঁর পছন্দের পুজোর জন্য় আলপনা দেওয়া, ফুল সাজানো। অভিননেতা জানিয়েছেন, ছোটবেলায় বাড়িতে ছট পুজো, গণেশ পুজো হতಌে দেখ🙈েছেন। তাঁদের বাড়িতে লক্ষ্মীপুজো হত না। তবে তিনি সুন্দর আলপনা দিতে পারেন। তাই আশেপাশের বাড়ি থেকে তখন ডাক পড়ত। বদলে পেতেন পুজোর ভোগ। ওমের কথায়, লক্ষ্মী পুজোর ভোগ থেকে খুব ভালোবাসেন তিনি।